জেফ্রি এপস্টিনের (Jeffrey Epstein) বিরুদ্ধে এবার ফের মুখ খুললেন আরও এক মহিলা। ওই মহিলার অভিযোগ, স্কুলে থাকাকালীন এপস্টিন তাঁকে যৌন নীপিড়ন করেছেন। এমনকী, অন্য মেয়ে যাতে তাঁকে সরবারহ করা হয়, তার জন্য ওই মহিলাকে নিযুক্ত করেন এপস্টিন। শুধু তাই নয়, জেফ্রি এপস্টিন তাঁকে পোশাক খুলতে বলেন এবং তাঁর সঙ্গে কিছু করতে বলেন। ওই সময় তিনি প্রচণ্ড ভয় পেয়ে যান। এপস্টিনের কথায় তিনি কী করবেন, বুঝে উঠতে পারছিলেন না। ওই কাজের জন্য জেফ্রি এপস্টিন তাঁকে টাকাও দেন বলে জানান অভিযোগকারিনী মহিলা।
শুনুন জেফ্রি এপস্টিনের যৌন অত্যাচারের শিকার এই মহিলা কী বললেন...
View this post on Instagram
প্রসঙ্গত জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে যৌন হেনস্থার একাধিক অভিযোগ উঠেছে। তবে এই এপস্টিনকেই দারুণ মানুষ বলে এক সময় বর্ণনা করেন ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, এপস্টিন এবং ট্রাম্প (Donald Trump) একসঙ্গে একটি প্রাসাদও কেনেন বলে জানা যায়। নিউ ইয়র্কের পাম বিচে এক সময় ট্রাম্প এবং এপস্টিনের একত্রবাস এবং তাঁদের বিলাসবহুল জীবন সবার নজর কাড়ে। এপস্টিন তাঁর ঘনিষ্ঠ বন্ধু বলেও এক সময় ট্রাম্প নিজের বিবৃতি প্রকাশ করেন। যা নিয়ে বর্তমানে জোর চর্চা শুরু হয়েছে।
তবে ২০০৪ থেকে ২০০৭ সালের মধ্যে ট্রাম্পের সঙ্গে এপস্টিনের সম্পর্ক ভেঙে যায়। ওই সময় দুজনের ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে ফারাক দেখা যায় এবং তাঁদের বন্ধুত্বে ছেদ পড়ে বলে জানা যায়।
জেফ্রি এপস্টিন সম্পর্কে যখন একাধিক অভিযোগ উঠে আসতে শুরু করে, সেই সময় ট্রাম্প নিজের নামকে ওই ব্যক্তির সঙ্গে সম্পর্ক থেকে পৃথক করেন। এমনকী তাঁর সঙ্গে এপস্টিনের বন্ধুত্ব ছিল না বলেও দাবি করেন ট্রাম্প।
পাশাপাশি জেফ্রি এপস্টিন যা করেছেন, সেই সম্পর্ক ট্রাম্প কিছু জানতেন না বলে বার বার দাবি করেছেন। এপস্টিনের অপরাধ সম্পর্কে তিনি ওয়াকিবহাল ছিলেন না বলেও দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। যা নিয়ে এখনও চর্চা অব্যাহত।