সন্দেশখালি (Sandeshkhali) ধর্ষণকাণ্ড নিয়ে একের পর এক ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেঁটে পড়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। একের পর এক অভিযোগকারিনীর বয়ান বদলানোকে কেন্দ্র করে রবিবার দুপুর থেকেই রণক্ষেত্র চেহারা নেয় সন্দেশখালি। এদিন স্থানীয় তৃণমুল নেতা দিলীপ মল্লিকের বাড়িতে বিক্ষোভ দেখায় একাধিক মহিলা। সঙ্গে দিলীপ ছাড়াও ঘটনাস্থলে ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahato)। তাঁদের সামনেই এক যুবনেতাকে মারধর করে বিজেপি কর্মীরা।
এই ঘটনা নিয়ে সুকুমার মাহাতো বলেন, সন্দেশখালির নারীদের মর্যাদা রক্ষা করা আমাদের প্রধান কর্তব্য। সেই নিয়ে কথা বলতে আমরা রবিবার এলাকায় সভা করতে করেছিলাম। সেই সভা সংক্রান্ত বৈঠক করতে আমরা দিলীপ মল্লিকের বাড়িতে উপস্থিত হয়েছিলাম। সেখানেই আমাদের ওপর হামলা করা হয়। দিলীপ মল্লিককে মারধর করে ওরা। এই সবকিছুই বিজেপির চক্রান্ত। এই ধরণের ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
TMC leader Sukumar Mahato says, "We have been able to hold a meeting to talk about the dignity of Sandeshkhali women. Women are protesting against the way BJP conspired against them. You have also seen how Dilip Mallik was attacked today. This is unacceptable. In politics, one… https://t.co/316zuuxmbP pic.twitter.com/A50jBGflaw
— ANI (@ANI) May 12, 2024
প্রসঙ্গত, এই হামলার পর বিজেপি প্রার্থী রেখা পাত্র সহ স্থানীয় নেতৃত্বের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। যদিও এই প্রসঙ্গে বসিরহাটের প্রার্থী বলেছেন, সন্দেশখালির মা-বোনেদের ওপর অত্যাচার হয়েছে। আর তৃণমূল নিজেদের বাঁচানোর জন্য অভিযোগকারিনীদের চাপ দিয়ে বয়ান বদলানোর চেষ্টা করছে। সেই কারণেই বিজেপির কর্মীরা এদিন বিক্ষোভ দেখিয়েছেন।