শহরে বাসের দৌরাত্ম্য কোনওভাবেই নিয়ন্ত্রণে আসছে না। ফের শুক্রবার সকালে বেপড়োয়া বাসের ধাক্কায় রক্ত ঝড়ল মহানগরে। এদিন সকালে হাওড়া থেকে শিয়ালদহগামী একটি বাসের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। আহত ৪। বাসটি কার্যত ফুটপাথে উঠে পড়ে, এবং ধাক্কা মারে পথচারীদের। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে ইতিমধ্যেই ঘাতক মিনি বাসের (Mini Bus) চালক সহ ১ জনকে গ্রেফতার করেছে। এমনকী বাসটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাসটি ব্রেক ফেল হওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
কীভাবে ঘটল দুর্ঘটনা?
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন সকালে মহাত্মা গান্ধী রোডে বড়বাজার এলাকায় সত্যনারায়ণ পার্কের কাছে আচমকাই দ্রুত গতিতে আসা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে ফুটপাথে উঠে পড়ে। আর তাতেই গুরুতর জখম হন পাঁচজন। তারপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে পথেই এক পথচারীর মৃত্যু হয়। পরবর্তীকালে চিকিৎসকরাও তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর দেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আহতদের শারীরিক অবস্থা
নিহত মহিলার নাম নাজু বিবি (৬০), বাড়ি হাওড়ার সাঁকরাইল এলাকায়। অন্যদিকে, আহতদের মধ্যে কমলা দেবী (৫০), রমলা দেবী (৬০), নিশা মেহেতা (৬৩) ও নিকিতা কেজরিওয়াল (৩১) রয়েছেন। এদের একজন বেশিই চোট লেগেছে। তিনি বলেন, বাসটি আচমকাই ফুটপাথে উঠে পড়ে। তার জেরেই দুর্ঘটনাটি ঘটে।