মদ খেয়ে স্ত্রীর ওপর নিত্যদিনই অত্যাচার চালাত স্বামী। শুক্রবার রাতেও তার অন্যথা হয়নি। আর সেই রাগেই রাতের অন্ধকারে হাঁসুয়া দিয়ে স্বামীর গলার নলি কেটে খুন করল স্ত্রী। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) কাঁকসার বাজবাঁধ এলাকায়। মৃত ব্যক্তির নাম চুনা কোড়া (৫০)। জানা যাচ্ছে, শনিবার সকালে পাড়ায় কথাটি জানাজানি হতেই মহিলাকে আটক করে নেয় তাঁরা। তারপর পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করতেই খুনের কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন অম্বু কোড়া। তারপরেই অভিযুক্ত মহিলারে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে হত্যার অস্ত্রও উদ্ধার করে পুলিশ।
সূত্রের খবর, চুনা ও অম্বু কোড়ার তিন সন্তান রয়েছে। যার মধ্যে দুই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে এবং ছেলে কর্মসূত্রে বাইরে থাকে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে অশান্তি লেগে থাকত। মূলত চুনা কোড়া নেশা করে বাড়ি এসে স্ত্রীকে মারধর করত। ছেলে মেয়ে বড় হওয়ার পরেও কিছুই বদলায়নি। এদিন রাতেও তার ব্যতিক্রম হয়নি। জানা যাচ্ছে গভীর রাত পর্যন্ত দুজনের মধ্যে ঝগড়া চলে। তারপর ওই ব্যক্তি ঘুমোতে যায়। তখনই সুযোগ বুঝে স্বামীর গলার নলি কেটে দেয় অভিযুক্ত।