Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১৭ জানুয়ারি: এবার যোশীমঠ (Joshimath) নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্য়োপাধ্যায় (Mamata Banerjee)। যোশীমঠের বর্তমানে পরিস্থিতি রোধ করতে কেন্দ্রীয় সরকার আগে থেকে কেন কোনও পদক্ষেপ করেনি বলে প্রশ্ন তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আরও বলেন, যোশীমঠের যে পরিস্থিতি, তা রানিগঞ্জের ক্ষেত্রেও হতে পারে। কয়লা সমৃদ্ধ রানিগঞ্জকে যাতে যোশীমঠের মত অবস্থায় না পড়তে হয়, তার জন্য কেন্দ্রের সঙ্গে আলোচনা চলছে। রানিগঞ্জের মানুষকে যাতে যোশীমঠের মত পরিস্থিতিতে না পড়তে হয়, তার জন্য কেন্দ্রের সহায়তা প্রয়োজন। কেন্দ্র যাতে এ বিষয়ে আর্থিক সহায়তা করে, সে বিষয়ে ফান্ডের দাবি করা হচ্ছে বলে জানান মমতা বন্দ্য়োপাধ্যায়। রানিগঞ্জে কোনও বিপদ হলে, তার জেরে ৩০ হাজার মানুষ বিপদে পড়তে পারেন বলে আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

 

প্রসঙ্গত যোশীমঠ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ৭০০-র বেশি বাড়িতে যোশীমঠে ফাটল দেখা দিয়েছে। যোশীমঠ যেভাবে ডুবতে শুরু করেছে, তার দেরে দেবভূমি কার্যত বিপন্ন। যোশীমঠের পাশাপাশি কর্ণপ্রয়াগের একাধিক বাড়িতেও দেখা দিয়েছে ফাটল।