West Bengal BJP: উত্তরবঙ্গ মডেলেই দক্ষিণবঙ্গেও জোড়া ফুল শুকিয়ে দিতে মরিয়া গেরুয়া শিবির, জানেন সেটা কি মডেল
মমতাকে আরও চাপে রাখার কৌশল বিজেপি-র। (File Photi)

কলকাতা, ১৭ জুন: দিন যত যাচ্ছে হাসিটা চওড়া হচ্ছে রাজ্য বিজেপি (West Bengal BJP) নেতাদের। লোকসভা নির্বাচনে অনেকটা অপ্রত্যাশিতভাবেই রাজ্যের ১৮টা আসনে জেতে বিজেপি। প্রাপ্ত ভোটের পরিমাণ অনেকটা বাড়িয়ে এখন রাজ্যের শাসক দলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। ভোটের ফলপ্রকাশের পর একের পর এক নেতা তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন। বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত সদস্যরাও জোড়া ফুল ছেড়ে পদ্মে ভিড় জমিয়েছেন।

রাজ্যের হিংসা ক্রমাগত বাড়ানোর ঘটনায় এমনিতেই চাপে রাজ্য সরকার। তার ওপর আবার NRS-কাণ্ডে জুনিয়র ডাক্তারদের আন্দোলন যেভাবে গোটা দেশের সহানুভূতি কেড়ে মমতা ব্যানার্জি (Mamata Banerjee)-কে বিড়ম্বনায় ফেলল তাতেও আড়ালে হাসছেন বিজেপি নেতারা। রাজ্য বিজেপি নেতারা বলছেন, ২০২১ বিধানসভায় জেতার একেবারে মঞ্চ প্রস্তুত। রাজ্য সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদে জেলায় জেলায় আন্দোলনের গতি বাড়ানো হবে, কলকাতার রাজপথেও বাড়বে গেরুয়া বিক্ষোভ। কিন্তু আন্দোলনে কর্মীদের সংযত থাকার পরামর্শও গিয়েছে। রাজ্যের মানুষ বিজেপি-র ওপর আস্থা রেখেছে, তাই জঙ্গি আন্দোলন-ভাঙচুরের পথে গিয়ে আম জনতার রোষে পড়তে চান না গেরুয়া শিবিরের নেতারা। আরও পড়ুন- খানাকুলে তৃণমূল নেতাকে অপহরণ করে পিটিয়ে খুন

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বিজেপিকে তৃণমূলকে সম্পূর্ণ মুছে দিয়েছে বিজেপি। দার্জিলিং ধরে রেখে কোচবিহার-জলপাইগুড়ি-বালুরঘাট সর্বত্র এখন গেরুয়া শিবিরের দখলে। উত্তরবঙ্গ মডেল যেভাবে হিট করেছে তা থেকে শিক্ষা নিয়ে বসিরহাট, ডায়মন্ড হারবার সহ দক্ষিণবঙ্গের যেসব আসনে এখন তৃণমূল খুব শক্তিশালী সেখানে বিজেপি ঝাঁপাতে চাইছে। ২০২১ বিধানসভা জিতে ক্ষমতায় আসতে গেলে উত্তরবঙ্গের দাপট ধরে রেখে দক্ষিণ বঙ্গে তৃণমূলের নিশ্চিত ভোটব্যাঙ্কে থাবা বসাতেই হবে বিজেপিকে। আর তাই উত্তরবঙ্গ মডেলকেই পাথেয় করতে চলেছেন বিজেপি নেতারা। যদিও উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের রাজনীতির অনেকটা ফারাক রয়েছে বলে মনে করেন রাজ্য গেরুয়া শিবিরের নেতারা।

কী এই উত্তরবঙ্গ মডেল! উত্তরবঙ্গে লোকসভা ভোটের বেশ কয়েক দিন আগে থেকে মাটি কামড়ে পড়ে ছিলেন বিজেপি নেতারা। কোচবিহার, জলপাইগুড়ি-তে তৃণমূলের বিরুদ্ধে মানুষের ক্ষোভের জায়গা কোথায় সেটা আগে চিহ্নিত করে ঝাঁপায় বিজেপি। বুথভিত্তিক সংগঠনেও জোর দেওয়া হয়। বাড়ি বাড়ি, পাড়ায় পাড়া প্রচার চলে। পুরো প্রচারটাই হয় খুব আগ্রাসীভাবে, তৃণমূলের দুর্বলতা কাজে লাগিয়ে। দক্ষিণ বঙ্গেও তেমনটা চান বিজেপি নেতারা। হুগলি, আরামবাগের বেশ কিছু জায়গায় যেভাবে সমর্থন জুটেছে তাতে আগামী দিনে কলকাতা, ডায়মন্ড হারবার, এমনকি তমুলকেও চমকপ্রদ ফল সম্ভব বলে মনে করছেন বিজেপি নেতারা।