Coronavirus Cases In West Bengal: রাজ্যে বাড়ছে করোনার মৃত্যু মিছিল, কোভিড আক্রান্ত মেডিক্যাল কলেজের ৩৮ জন চিকিৎক
করোনাভাইরাস (Photo Credits: PTI)

কলকাতা, ৭ অক্টোবর: পশ্চিমবঙ্গে হু হু করে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ (Coronavirus Cases In West Bengal)। কলকাতায় কোভিডে মৃত্যু সংখ্যা ১৮০০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতায় চিকিৎসাধীন ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু সংখ্যা দাঁড়াল ১৭৯৯। স্বাস্থ্য দপ্তরের এদিনের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৭০ জন। সেরে উঠেছেন তিন হাজার ৩৬ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দু’লক্ষ ৭৭ হাজার ৪৯জন। সেরে উঠেছেন দু’লক্ষ ৪৩ হাজার ৭৪৩ জন। রাজ্যে মোট কোভিডে মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩১৮ জনের। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছে কলকাতায়, ৭৪২ জন। তারপরই উত্তর ২৪ পরগনা, ৭১২ জন।

এদিকে বিপর্যয়ের মুখে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা পরিষেবা। এক ধাক্কায় করোনার কবলে ৩৮ জন চিকিৎসক। তার মধ্যে ২৬ জন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি চিকিৎসক। করোনা ও অন্যান্য বিভাগের রোগীদের চিকিৎসা করছিলেন তাঁরা। এর পাশাপাশি আক্রান্ত ১২ জন শিক্ষক চিকিৎসকও। একসঙ্গে ৩৮ জন কোভিড পজিটিভ হওয়ায় স্বাভাবিকভাবেই ধাক্কা খেয়েছে পরিষেবা। এর পাশাপাশি কর্তৃপক্ষের আশঙ্কা, আরও কয়েকজন চিকিৎসক করোনায় আক্রান্ত হতে পারেন। কারণ, আক্রান্তদের সংস্পর্শে এসেছেন তাঁরা। সে কারণে স্বাস্থ্যভবনে চিঠি দিয়ে চিকিৎসক চেয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। করোনা সামলাতে মেডিক্যাল কলেজের নজিরবিহীন এই সংকটের মধ্যে মৃত্যুর সংখ্যাও বাড়ছে সমান তালে। আরও পড়ুন-Bihar Assembly Elections 2020: ষাঁড়ের পিঠে চড়ে মনোনয়ন জমা দিতে গেলেন বিহার বিধানসভা নির্বাচনের নির্দল প্রার্থী(দেখুন ভিডিও)

তবে মৃতরা সবাই কলকাতার বাসিন্দা নন, এমনটাই বক্তব্য রাজ্য সরকারের। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছিলেন, বাইরের জেলার অনেকে কলকাতার হাসপাতালে ভর্তি হচ্ছেন। তাঁরা কলকাতার বাসিন্দা নন। মৃত্যু সংখ্যায় কলকাতার পরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। সেখানে আজ পর্যন্ত ১১৯৪ জনের মৃত্যু হয়েছে।