Mamata Banerjee (Photo Credit: FB)

কলকাতা, ১৬ জুলাই: বিজেপি (BJP) শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষায় (Bengali) কথা বললে, বাঙালিদের অপমান করা হচ্ছে, তাঁদের ডিটেনশন ক্যাম্পে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। সম্প্রতি মহারাষ্ট্র (Maharashtra), ওড়িশা (Odisha), দিল্লি (Delhi) এবং অসমে (Assam) বাংলাভাষীদের যেভাবে অপমান, অপদস্ত করা হচ্ছে, তার বিরুদ্ধে বুধবার প্রতিবাদে নামেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায়, শশী পাঁজা, বাবুল সুপ্রিয়, চন্দ্রিমা ভট্টাচার্যর মত নেতা, মন্ত্রী, সাংসদরা আজ হাজির হন বাঙালির প্রতি বিদ্বেষের বিরুদ্ধে গর্জে ওঠার জনসভায়। বাঙালির উপর বঞ্চনা করা হলে, বাংলা ভাষাকে অপমান করা হলে ভিন রাজ্যে, বাঙালি যে কোনওভাবে ছেড়ে দেবে না, তা আজকের জনসভা থেকেও স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। বুধবারের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেমন মুখ্যমন্ত্রীকে তোপ দাগতে দেখা যায়, তেমনি সিপিএমের বিরুদ্ধেও তিনি সুর চড়ান।

শ্রাবণ মাস শুরুর পরপরই মুখ্যমন্ত্রী যখন বাংলা এবং বাঙালির অধিকার নিয়ে সুর চড়ান, বঞ্চনার বিরুদ্ধে গর্জে ওঠেন, সেই সময় বৃষ্টিতে ভিজে যান বহু মানুষ। বৃষ্টি ঝরলেও মুখ্যমন্ত্রীর সভা থেকে কাউকে সরে যেতে দেখা যায়নি। তাইতো আগামীর লড়াই কঠিন বলে কর্মী, সমর্থক এবং সহযোদ্ধাদের ৩ দাওয়াই দেন মুখ্যমন্ত্রী।

সভা শেষের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাড়ি গিয়ে প্রত্যেকে একটু গরম জলে স্নান করে নেবেন। আদা দিয়ে চা খাবেন আর একটা করে অ্যান্টি অ্যালার্জিক ট্যবলেট খেয়ে নেবেন। লড়াইয়ের ময়দান অনেক বড়। তাই প্রত্যেককে সুস্থ থাকতে হবে। বৃষ্টিতে ভিজে যাতে কেউ অসুস্থ হয়ে না পড়েন, তার জন্যই কর্মী, সমর্থকদের ৩ টোটকায় চাঙ্গা করেন মুখ্যমন্ত্রী।