West Bengal Weather Update: শীতের মুখে বাধ সাধল বৃষ্টি, আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা, বাড়বে তাপমাত্রা
বৃষ্টি ফাইল ফোটো (Photo Credits: IANS)

কলকাতা, ৩১ অক্টোবর: শীত (Winter) আসবে আসবে করে ফের গরম। পুজোর পর থেকে হঠাৎ করেই কমছিল তাপমাত্রা। শীত শীত ভাবও আসছিল। বাধ সাধল বৃষ্টি (Rain)। আজ ও কাল দক্ষিণবঙ্গে (South Bengal) হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জনিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রার এতবার ওঠানামায় রীতিমতো নাজেহাল রাজ্যবাসী। দিন কয়েক আগে বীভৎস গরমের পর হঠাৎ ঠাণ্ডা, তারপরই আবার বাড়তে শুরু করল তাপমাত্রা।

এবিপি আনন্দের খবর অনুযায়ী, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বঙ্গোসাগরের ওপর মায়ানমার উপকূলে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই কারণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এ জন্যই আজ ও কাল দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তাই ঠাণ্ডা অনুভূতি থাকবে ন। বাড়তে পারে তাপমাত্রা। আরও পড়ুন, অবশেষে ব্যান কার্যকর, আজ থেকে আর ভারতীয় গেমারদের মোবাইলে চলবে না PUBG লিভিক, লাইট

সপ্তমীতে নিম্নচাপের জেরে বৃষ্টিতে ভেজে কলকাতা সহ শহরতলি। এরপরই হঠাৎ ঠাণ্ডা অনুভূতি শুরু হয়। শীতের আমেজ আসতে না আসতেই গায়েব। এতে মুখ ভার রাজ্যবাসীর একাংশের। তবে বেশিদিনের অপেক্ষা নয়। শীতের শুরুর আর বেশি দিন বাকি নেই।