বাঁকুড়া থেকে আসানসোলে এসে বোটে জেতার চ্যালেঞ্জ মুনমুনের সামনে। (File Photo)

২৩মে ২০১৯:‌ রাজ্যে সকাল ৮টায় গণনা শুরু হতেই চমক দেখা যাচ্ছে। তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে বিজেপি। এক্সিট পোলে যেমন ইঙ্গিত ছিল তেমনই হচ্ছে। ৪২টি কেন্দ্রে প্রাথমিক ফলাফল আসতে শুরু করছে। তাতে দেখা যাচ্ছে ২৬টি কেন্দ্রে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস(‌TMC)। ১৫ টি আসনে কেন্দ্রে এগিয়ে রয়েছে বিজেপি(BJP)। হেভিওয়েট কেন্দ্র আসানসোলে পিছিয়ে রয়েছেন তৃণমূলের তারকা প্রার্থী মুনমুন সেন(Munmun Sen)। অনেকটা এগিয়ে রয়েছেন গতবারের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়(Babul Supriya)। ঘাটাল, বসিরহাট, যাদবপুর-এই তিন কেন্দ্রে তৃণমূলের সেলেব প্রার্থী-দেব, নুসরত জাঁহান, মিমি চক্রবর্তী এগিয়ে। মেদিনীপুর, দার্জিলিং, রানাঘাটের মত কেন্দ্রে এগিয়ে বিজেপি। রাজ্যের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে ২৬টিতে, বিজেপি এগিয়ে ১৫টি-তে, কংগ্রেস এগিয়ে বহরমপুর আসনে।

ব্যারাকপুর কেন্দ্রে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং(Arjun Singh)।

তবে এখনও প্রথম দফার গণনা শেষ হয়নি। সপ্তম দফার নির্বাচন শেষ হতেই এক্সিট পোলের সমীক্ষায় বাংলা থেকে একাধিক আসন দেওয়া হয়েছিল গেরুয়া শিবিরকে। কিন্তু প্রথম দফার ট্রেন্ড বলছে বিষয়টি মিলবে না।

এদিন সকাল থেকেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন বুথে। দমদমের বুথে কাউকে মোবাইল ফোন নিয়ে ঢুকতে দেওয়া হয়নি। পোস্টাল ব্যালট দিয়ে গণনা শুরু হয়েছে। তাতেই দেখা যাচ্ছে বিভিন্ন লোকসভা কেন্দ্র এগিয়ে আছে তৃণমূল। তারপর শুরু হবে ইভিএমের গণনা। মোট ৪২টি কেন্দ্রের মধ্যে এখন কেউ এগিয়ে কেউ পিছিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।