কলকাতা, ৪ মে: বিধানসভা নির্বাচনের ফল বেরনোর পর থেকে অর্থাত ২ মে-র পর থেকে রাজ্যের বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসা, অশান্তি শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার বিভিন্ন জায়গায় বিজেপির কর্মী, সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ করা হয় গেরুয়া শিবিরের (BJP) তরফে। এবার দক্ষিণ ২৪ পরগণার (South 24 Pargana) গোপাল নগরে এক বিজেপি কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়।
শেফালি দাস নামে এক বিজেপির কর্মীর স্ত্রী অভিযোগ করেন, ২ মে ভোটের ফল বেরনোর পর থেকে তাঁদের বাড়িতে তৃণমূল কংগ্রেস কর্মীরা ভাঙচুর চালান। এমনকী, বাড়িঘর বিক্রি করে যাতে ওই এলাকা থেকে তাঁরা চলে যান, সে বিষয়ে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ।
West Bengal: Several shops&residences allegedly vandalised by TMC workers in Gopal Nagar area of South 24 Parganas.
"On May 2, TMC goons attacked my home as my husband was BJP's polling agent. They even threatened us to sell our property & leave this place," says Shefali Das. pic.twitter.com/tPvCJibKka
— ANI (@ANI) May 4, 2021
শেফালি দাস বলেন, এবারের নির্বাচনে তাঁর স্বামী বিজেপির পোলিং এজেন্ট ছিলেন। ২ মে ভোটের ফল বেরনোর পর থেকেই তাঁদের বাড়িতে তৃণমূলের কর্মীরা হামলা চালান বলে অভিযোগ করেন শেফালি। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে এ বিষয়ে পালটা কোনও মন্তব্য করা হয়নি এখনও পর্যন্ত।