দিল্লি, ১১ জুলাই: মঙ্গলবার সকাল থেকে গোটা রাজ্যে পাঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে। পঞ্চায়েত ভোটের পর গণনা শুরু হতেই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর আসতে শুরু করে। তার মধ্যেও চলছে গণনা। পঞ্চায়েত নির্বাচনে যখন তৃণমূল কংগ্রেস ফের ১৩ হাজারের গণ্ডি পেরিয়ে যায়, সেই সময় তোপ দাগেন বিজেপি নেতা সম্বিত পাত্র।
#WATCH | "In West Bengal, elections and violence have become synonymous...Around 45 people have been killed as far as Panchayat polls in West Bengal are concerned. Words like firing, bombing, murder and vote rigging are being used for the Panchayat elections...This is not… pic.twitter.com/grgXHSMxFp
— ANI (@ANI) July 11, 2023
সাংবাদিক সম্মেলনে হাজির হয়ে সম্বিত পাত্র বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচন এবং হিংসা একে অপরের পরিপূরক শব্দ হয়ে উঠেছে। পঞ্চায়েত ভোটে হিংসার জেরে এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে। গুলি, বোমা, র্যাগিং, এইসব শব্দগুলিই সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে পশ্চিমবঙ্গে নির্বাচনের ক্ষেত্রে। এমনও দাবি করেন বিজেপি নেতা।
শুধু তাই নয়, নির্বাচনের সময় পশ্চিমবঙ্গে যে এই খুন, জখম, রাহাজানি আচমকা হচ্ছে, তা নয়। রাজ্য সরকারের মদতে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে বলে দাবি করেন বিজেপি নেতা সম্বিত পাত্র।