পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তপ্ত হতে শুরু করেছে একাধিক এলাকা। পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে যে উত্তেজনা ছড়াচ্ছে, এবার সে বিষয়ে বিরোধীদের একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এখনও পর্যন্ত ২ লক্ষ ৩১ হাজার মনোনয়ন জমা পড়েছে। যার মধ্যে তৃণমূল কংগ্রেস ৮২ হাজার মনোনয়ন পত্র জমা দিয়েছে। বিরোধী দলগুলি একযোগে ১ থেকে দেড় লক্ষ মনোনয়ন জমা করেছে। এরপরও বিরোধীরা ভাতের সংঙ্গ মাংস চাইবে, ইলিশ মাছ চাইবে বলে কটাক্ষ করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো। এরপরই তিনি বিজেপিকে একহাত নেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির বেশিরভাগ চোর, ডাকত, গুন্ডা।'
#WATCH | "2.31 lakh nominations for Panchayat election were filed till yesterday, out of this 82,000 nominations were by TMC. Other parties filed 1-1.5 lakh nominations...Most of the people in BJP are thieves and goons," says West Bengal CM Mamata Banerjee in South 24 Parganas pic.twitter.com/Ob3nwVlFIa
— ANI (@ANI) June 16, 2023