Sukanta Majumdar (Photo Credit: Twitter/ANI)

বালুরঘাট, ২ মার্চ: খোদ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বালুরঘাটেও বিজেপির শূন্যতা। শুভেন্দু অধিকারী কাঁথিতে ধাক্কা খেয়েছেন, দিলীপ ঘোষের খড়গপুরে খারাপ ফল, অর্জুন সিং গড় হারিয়েছেন ভাটপাড়ায় , আর এবার সুকান্ত মজুমদারের এলাকা বালুরঘাট থেকেও বিজেপির জন্য খারাপ খবর এল। রাজ্যের ১০৮টি পুরসভার ভোটের সঙ্গে, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটেও ভোট হয়েছিল। যে বালুরঘাট লোকসভা ভোটে ২০১৯ সালে জিতে রাজ্যে বিজেপির মসনদে বসেছেন সুকান্ত। কিন্তু এবার দেখা গেল বালুরঘাট পুরসভার ২৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতল ২৩টি-তে, বামেরা ২টিতে, বিজেপি কোনও আসনই জিততে পারেনি। খোদ রাজ্য সভাপতির কেন্দ্রে এমন ভরাডুবিতে হতাশ দলীয় কর্মীরা। ২০১৩ সালে শেষবার বালুরঘাট পুরসভায় ভোট হয়েছিল। গতবার ২৫টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল জিতেছিল ১৪টি-তে, বামেরা ১১টি-তে। কিন্তু গত ৯ বছরে বালুরঘাটের রাজনীতিতে বহু পরিবর্তন হয়েছে।

২০১৯ লোকসভায় ৩৩ হাজার ভোটের ব্যবধানে তৃণমূলের অর্পিতা ঘোষকে হারিয়ে সাংসদ হন সুকান্ত মজুমদার। বালুরঘাট পুরসভায় বড় লিড ছিল বিজেপির। ২০২১ বিধানসভা ভোটেও বালুরঘাটে বিজেপি প্রার্থী জিতেছিলেন প্রায় ১৪ হাজার ভোটের ব্যবধানে। সেই বালুরঘাটেই শহরাঞ্চলের ভোটে বিজেপি একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল। দক্ষিণ দিনাজপুরের অপর একটি পুরসভা, গঙ্গারামপুরে ১৮টি ওয়ার্ডের মধ্যে ১৮টি-তেই জিতেছে তৃণমূল। আরও পড়ুন: ভাটপড়ায় কী হাল হল অর্জুন  সিংয়ের, জানুন ফল

তবে দক্ষিণ দিনাজপুরের তুলনায় বিজেপির ফল মন্দের ভাল হয়েছে উত্তর দিনাজপুরে। ইসলামপুরে ১৭টি ওয়ার্ডের মধ্যে ১১টি-তে জিতেছে তৃণমূল, ২টি-তে জিতেছে বিজেপি, বামেরা একটি ওয়ার্ড পেয়েছে। কালিয়াগঞ্জে ১৬টি ওয়ার্ডের মধ্যে ১০টিতে তৃণমূল জিতলেও, বিজেপি ৬টিতে জিতেছে। তবে ডালখোলাও বিজেপি কোনও আসনে জিততে পারেনি। সেখানে তৃণমূল ১২টি ওয়ার্ডে জিতে বোর্ড গড়ছে।