কলকাতা, ৩১ জানুয়ারি: উত্তরবঙ্গ সফরে গিয়ে বর্তমানে মালদায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মালদায় হাজির হয়ে লোকসভা নির্বাচনে ফের একা লড়াই করার কথা বললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নির্বাচনের আগে অনেকে এসে অনেক কথা বলবে। গ্যাস থেকে কেরোসিন, সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। একটা পয়সা ওরা মানুষকে দেয় না বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
দেখুন কী বললেন মুখ্যমন্ত্রী...
Malda | West Bengal CM Mamata Banerjee says, "I rarely come for politics but there are some parties which start chirping like cuckoos at the time of elections... Our fight with the BJP will continue. We will fight alone. If anyone can defeat BJP, it is Trinamool Congress..." pic.twitter.com/i83sgNPtm2
— ANI (@ANI) January 31, 2024
এসবের পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ভোটের আগে অনেক দল কুহু কুহু করে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের লড়াই চলবে। আমরা একাই লড়ব। যদি কেউ বিজেপিকে হারাতে পারে, তাহলে সেটা তৃণমূল কংগ্রেস বলে মালদা থেকে ফের একলা লড়ার বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।