কলকাতা, ৪ নভেম্বর: এসআইআরের (SIR) বিরুদ্ধে মঙ্গলবার রাস্তায় নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। আজ দুপুর ১.৩০ থেকে মমতা ববন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা শুরু হবে। যে এসআইআর নিয়ে দেশ জুড়ে তোলপাড় শুরু হয়েছে, তার বিরুদ্ধেই আজ রাস্তায় নামবেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড।
কটা থেকে শুরু হবে পদযাত্রা
দুপুর ১.৩০ থেকে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্য়োপাধ্যায়ের পদযাত্রা।
শহরের কোন রাস্তা জুড়ে এই পদযাত্রা হবে
রেড রোডে আম্বেদকরের মূর্তির সামনে থেকে শুরু হবে মমতা বন্দ্য়োপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা। এরপর সেই পদযাত্রা গিয়ে থামবে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে।
পদযাত্রায় যেহেতু যানজট তৈরি হবে, তাই কোন কোন রাস্তা দিয়ে যাতায়াত করা যাবে না
মুখ্যমন্ত্রীর পদযাত্রার সময় বাদ দিন রেড রোড
বিবি গাঙ্গুলি স্ট্রিট
এসপ্ল্যানেড এলাকা
চিত্তরঞ্জন অ্যাভিনিউ
জওহরলাল নেহেরু রোড
এস এন ব্যানার্জি রোড
দ্য পেরিফেরি কলেজ স্ট্রিট
নির্মল চন্দ্র স্ট্রিট
রফি আহমেদ কিদওয়াই রোড
ডোরিনা ক্রসিং
এই ডোররিনা ক্রসিংয়ের যে রাস্তাগুলি আহেরিটোলা রোড, বিধান সরণীকে সংযুক্ত করে, সেগুলি এড়িয়ে যেতে হবে।
এসআইআরের বিরুদ্ধে আজ রাস্তায় নামছেন মুখ্যমন্ত্রী, সঙ্গে অভিষেক, কোন কোন রাস্তায় যাবেন না দেখুন তালিকা