হাওড়া: কিছুদিন আগেই রাম নবমীর শোভাযাত্রাকে (Ram Navami Shobha Yatra) কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছিল হাওড়ার শিবপুর। তার রেশ এখনও তাজা রয়েছে। এর মাঝেই বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ায় (Howrah) অনুষ্ঠিত হল হনুমান জয়ন্তীর শোভাযাত্রা (Hanuman Jayanti 'Shobha Yatra)। এই যাত্রার অনুমতি দেওয়ার জন্য কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) ধন্যবাদ জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা (West Bengal LoP) ও নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Nandigram's BJP MLA Suvendu Adhikari)।
এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি এখন একজন সনাতনী (Sanatani) হিসেবে এসেছি। ভগবান রামকে (Lord Ram) ছাড়া হিন্দুস্তান (Hindustan) হতেই পারে না। কলকাতা হাইকোর্টকে এই শোভাযাত্রার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ জানাই। হাইকোর্টের জন্য পুরো বাংলাজুড়ে শান্তিপূর্ণভাবে শোভাযাত্রা (peaceful processions) হচ্ছে।" আরও পড়ুন: হনুমান জয়ন্তীর শোভাযাত্রা না করতে দেওয়ায় পুলিশকে তোপ হুগলির বিজেপি সাংসদ লকেটের, দেখুন ভিডিয়ো
#WATCH | Howrah: West Bengal LoP, Suvendu Adhikari participated in Hanuman Jayanti 'Shobha Yatra'.
I have come here as a Sanatani. There is no Hindustan without Lord Ram. Thanks to the Calcutta High Court, peaceful processions are being taken out across Bengal: West Bengal LoP… pic.twitter.com/Sg1g6dVeZF
— ANI (@ANI) April 6, 2023