কলকাতা, ৭ এপ্রিল: দূষণহীন যান ট্রাম চালানোর দাবিতে আন্দোলন চলছে। বন্ধ হয়ে যাওয়া রুটে ট্রাম চালুর দাবিতে সরব নাগরিকরা। এরই মধ্য়ে রাজ্য সরকার শহরের ৭টি বন্ধ হওয়া রুটে ট্রাম চালানোর পরিকল্পনা নিচ্ছে। শহরের বিভিন্ন প্রান্তে মেট্রো পরিষেবা চালুর মাঝে ট্রাম নিয়ে নড়েচড়ে বসছে সরকার। শ্যামবাজার, বালিগঞ্জের মত বিধাননগরেও ট্রাম পরিষেবা ফের চালু করতে চাইছে রাজ্য়।
হাওড়া ব্রিজেও ফের ট্রাম চালানোর কথা ভাবা হচ্ছে। বিধাননগর থেকে হাওড়া ব্রিজে ট্রাম চালু হতে পারে। খিদিরপুর-এসপ্লানেড, বালিগঞ্জ-এসপ্লানেড, টালিগঞ্জ-এসপ্লানেড রুটে ফের ট্রাম চালু হতে পারে। শ্য়ামবাজার-বিবাদী বাগ, বিধাননগর বিবাদী বাগ রুটেও ট্রাম চলতে পারে।
দেখুন টুইট
WB Govt is planning to revive 7 closed Kolkata Tram Routes.
They are:
🔶 Tollygunge - Esplanade
🔶 Ballygunge - Esplanade
🔶 Shyambazar - BBD Bag
🔶 Kidderpore - Esplanade
🔶 Bidhannagar - Esplanade
🔶 Bidhannagar - Howrah Bridge
🔶 Bidhannagar - BBD Bag pic.twitter.com/jCj5dFUlIz
— Nabarun Bhattacharya (@Nabarun204) April 7, 2023
দেখুন শহরের যে সাত রুটে ট্রাম পরিষেবা ফের চালু হতে পারে- ১) টালিগঞ্জ-এসপ্লানেড (ধর্মতলা), ২) বালিগঞ্জ-এসপ্লানেড, ৩) শ্যামবাজার-বিবাদী বাগ, ৪) খিদিরপুর-এসপ্লানেড, ৫) বিধাননগর-এসপ্লানেড, ৬) বিধাননগর-হাওড়া ব্রিজ, ৭) বিধাননগর-বিবাদী বাগ