হাওড়া, ১১ জুন: পয়গম্বর মন্তব্যের (Prophet Remarks Row) প্রতিবাদে বিক্ষোভ-অবরোধে আজও উত্তপ্ত হাওড়া (Howrah)। আজ সকালে হাওড়ার একের পর এক জায়গায় অবরোধ-বিক্ষোভ জনতার। উলুবেড়িয়া, পাঁচলায় (Panchla) তৃণমূল-বিজেপির পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। উন্মত্ত জনাতাকে ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ পুলিশের। ফাটানো হয় কাঁদানে গ্যাসের সেলও।
সাসপেন্ড হওয়া বিজেপি নেত্রী নুপূর শর্মার আপত্তিজনক মন্তব্যের প্রতিবাদে বৃহস্পতিবার হাওড়ার ডোমজুড়ে দীর্ঘ সময় ধরে রাস্তা অবরোধ করেন একদল মানুষ। যার জেরে জাতীয় সড়কের উপর আটকে পড়ে প্রচুর গাড়ি। অবরোধ শুরু হয় বৃহস্পতিবার ১১টা নাগাদ। ১১ ঘণ্টা পর অবরোধ ওঠে রাত ৯টায়। কালও হাওড়ার (Howrah) বিভিন্ন জায়গায় প্রতিবাদ-অবরোধ ঘিরে উত্তেজনা ছড়ায়। রণক্ষেত্রের চেহারা নেয় হাওড়ার উলুবেড়িয়া (Uluberia), ধূলাগড় (Dhulagarh) ও সলপে (Salap)। কোনা এক্সপ্রেসওয়েতে অবরোধ তুলতে গেলে পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পুলিশের গাড়ি, কিয়স্কে আগুন লাগিয়ে দেয় বিক্ষোভকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। করা হয় লাঠিচার্জও। আরও পড়ুন: West Bengal: পার্ক সার্কাসের পর হাওড়ার দাসনগরেও বিক্ষোভ, চরম ভোগান্তিতে নিত্য যাত্রীরা
দেখুন ভিডিও:
#WATCH | West Bengal: Fresh clash b/w Police & a group of protesters breaks out at Panchla Bazaar in Howrah. Police use tear gas shells to disperse them as protesters pelt stones
Violent protests broke out here y'day over controversial remarks of suspended BJP spox Nupur Sharma. pic.twitter.com/8ZhZ2bNVMG
— ANI (@ANI) June 11, 2022
এদিকে বিভিন্ন জায়গায় এই অশান্তির প্রতিবাদে সরব হলেন বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেনা নামিয়ে মানুষের জীবন-সম্পত্তি রক্ষার আবেদন জানিয়ে রাজ্যপালকে চিঠি দিয়েছেন তিনি। সেনা নামানোর আবেদন জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁও।