কলকাতা: মণিপুরের ভিডিয়ো (Manipur's video) প্রকাশ্যে আসার পরেই দেশজুড়ে বিতর্ক তৈরি হয়েছে। বিরোধীরা একযোগে এই বিষয়ে আক্রমণ করছে বিজেপিকে (BJP)। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও (West Bengal CM & TMC chief Mamata Banerjee)। পাশাপাশি বিজেপি দেশকে একটি রাজনৈতিক দলের ইচ্ছানুসারে চালাতে চাইছে বলেও অভিযোগ করেন তিনি।
এপ্রসঙ্গে বিজেপিকে তোপ দেগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "তোমরা দেশে একটি রাজনৈতিক দলের আইন (one-party rule) চালু করতে চাইছ। তবে ভারত (India) মণিপুরের পাশে দাঁড়িয়েছে। আমি মণিপুর যাওয়ার জন্য অনুমতি (permission) চেয়েছিলাম। কিন্তু, এখনও পর্যন্ত তা পাইনি। বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরাও (CM) মণিপুর যেতে চাইছেন। যদিও এই বিষয়ে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না।" আরও পড়ুন: Sujay Krishna Bhadra: 'কালীঘাটের কাকু'র গলার আওয়াজ পরীক্ষায় স্থগিতাদেশের আবেদন খারিজ করল হাইকোর্ট
দেখুন ভিডিয়ো:
#WATCH | "You (BJP) are only for one-party rule...India stands for Manipur. I have asked for permission to visit Manipur but haven't received it. Some of the CMs of different states want to visit Manipur," says West Bengal CM & TMC leader, Mamata Banerjee pic.twitter.com/jv6zlkSXeQ
— ANI (@ANI) July 20, 2023
গত ৪ মে দুই মহিলাকে নগ্ন করে যেভাবে তাঁদের চূড়ান্ত হেনস্থা করা হয়, তা নিয়ে গর্জে উঠতে শুরু করে প্রায় গোটা দেশ। বৃহস্পতিবার প্রথমে এই নিয়ে টুইট করে নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, মণিপুরের ভিডিয়ো দেখে হৃদয় ভেঙে গিয়েছে। যেভাবে দুই মহিলাকে চূড়ান্ত হেনস্থা করা হয়েছে, তা দেখে প্রচণ্ড রাগ হচ্ছে। এই ধরনের দুর্বৃত্তদের বিরুদ্ধে সমবেত প্রতিরোধ গড়ে তুলতে হবে।