কলকাতা, ২৮ অগাস্ট: দুর্গা পুজো আমাদের গর্ব। তাই একটা দুর্গা অঙ্গন তৈরি করে দেব। দেখবে আর কুমড়োর মত ফুলবে। গণপতি পুজোর পর এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের প্রসঙ্গও আজ উঠে আসে মুখ্যমন্ত্রীর কথায়। সেখান থেকেও বিজেপিকে তীব্র কটাক্ষ করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে। পাশাপাশি 'ভাষা সন্ত্রাস মানছি না' বলেও বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।
মেয়ো রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ভাষাকে ভালবাসি তবে মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। বিজেপি বাঁধ ভেঙে দাও বলেও ডাক দেন মুখ্যমন্ত্রী। বাংলার মাটিতে এই বিজেপির সঙ্গে বামপন্থীরা হাত মিলিয়েছে। বামপন্থীরা স্বাধীনতার পতাকা তুলতো না। গান্ধীজিকে বুর্জোয়া বলত বলে বামেদের কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী।
সবকিছু মিলিয়ে মেয়ো রোডের সভা থেকে বাম, বিজেপির সমালোচনা ফের একসঙ্গে করতে শোনা যায় মুখ্যমন্ত্রীকে।