কলকাতা: হাওড়ার (Howrah) শিবপুর (Shivpur) ও হুগলির (Hooghly) রিষড়াতে (Rishra) ঘটে যাওয়া হিংসার (violence) ঘটনার জন্য ফের সোমবার বিজেপিকেই (BJP) আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (WB CM & TMC Chief Mamata Banerjee)। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পাঠানো ৬ সদস্যর ফ্যাক্ট ফাইন্ডিং টিম (fact-finding team) রাজ্যে ফের গণ্ডগোল (further incite violence) পাকাতেই এসেছে বলে অভিযোগ করেন তিনি।
সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হাওড়া ও হুগলির ঘটনার জন্য বিজেপি তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ইচ্ছা করে হিংসা ছড়িয়েছে বলে অভিযোগ জানিয়ে তিনি বলেন, "এই ঘটনা ঘটেছে শুধুমাত্র বিজেপির জন্য। যখন পুলিশ সঙ্গে তাদের শোভাযাত্রা বের করা নিয়ে বৈঠক হয়েছিল তখন পুলিশ তাদের শোভাযাত্রার অনুমতি (permission) দিতে চায়নি। তখন বৈঠকে ওরা বলেছিল, আমরা দুপুরবেলায় শোভাযাত্রা (rally) বের করব। কিন্তু, ইচ্ছা করে (deliberately) মানুষকে উত্তেজিত করার জন্য (incite people) নামাজের (namaz) সময় শোভাযাত্রা বের করেছিল।"
কেন্দ্রের পাঠানো টিমের সমালোচনা করে মমতা আরও বলেন, "এখন যখন পরিস্থিতি পুরো নিয়ন্ত্রণে চলে এসেছে তখন বিজেপি ফের হিংসা ছড়ানোর জন্য ফ্যাক্ট ফাইন্ডিং টিম পাঠিয়েছে। এই ফ্যাক্ট ফাইন্ডিং টিমের প্রয়োজনটা কী, যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে?"
দেখুন ভিডিয়ো:
#WATCH | The incident happened because of BJP... Police have not given permission. In the meeting, they said they will do it in the afternoon but deliberately took out the rally during the time of namaz to incite people: West Bengal CM Mamata Banerjee on Hooghly & Howrah violence pic.twitter.com/StQi5FfK2F
— ANI (@ANI) April 10, 2023
Now that the situation has been bought under control, BJP is sending a fact-finding team to further incite violence... What is the need of a fact-finding team, when normalcy has been restored?: West Bengal CM Mamata Banerjee pic.twitter.com/kw5neE3Z2L
— ANI (@ANI) April 10, 2023