গত বৃহস্পতিবার বঙ্গে এসেছিলেন জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। এ রাজ্যে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বাংলার পর্যটকদের কাশ্মীরে আসার অনুরোধ করেন তিনি। পহেলগাম হামলার পর দেশবিদেশের পর্যটকরা কাশ্মীর থেকে যেভাবে মুখ ফিরিয়েছে, তাতে সে রাজ্যের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। সেই কারণে পর্যটকদের ফেরাতে মরিয়া হয়ে উঠেছেন ওমর আবদুল্লারা। এদিকে আবার রাজ্যের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) হিন্দু পর্যটকদের কাশ্মীর না যাওয়াহর বার্তা দিয়েছেন। তিনি সরাসরি মুসলিম অধ্যুষিত এলাকায় না যাওয়ার কথা বলতে রাজ্য রাজনীতিতে ফের বিতর্ক সৃষ্টি করেছেন। আর তাঁর এই মন্তব্য নিয়ে অস্বস্তিতে পড়েছে দল।

শুভেন্দু মন্তব্য নিয়ে বার্তা শমীকের

বঙ্গ বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya) বলেন, উনি নিজেই এই মন্তব্য করার সময় বলেছেন এটা ওনার ব্যক্তিগত মন্তব্য। উনি নিজে এও বলেছেন তিনি দলের হয়ে এই মন্তব্য করছেন না। উনি কিসের পরিপ্রেক্ষিতে এরকম মন্তব্য করেছেন সেটা আমরা জানি না। ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কাশ্মীরের জন্য জীবন বলিদান দিয়েছিলেন। কাশ্মীরে আমরা যাব, কারণ কাশ্মীর আমাদের। ভারত স্বাধীন হওয়ার পর থেকে কাশ্মীরকে তাঁরা অন্যভাবে দেখা শুরু করেছিল। সেই কারণে আজ এই অবস্থা। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মের আধারে রাজনীতি করছেন। তাঁদের নেতামন্ত্রীরা কী ধরনের মন্তব্য করে, সেটা সকলেরই জানা।

দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য

পাক অধ্যুষিত কাশ্মীর নিয়ে বার্তা শমীক ভট্টাচার্যের

শমীক ভট্টাচার্য আরও বলেন, “এই রাজ্যের তৃণমূল মন্ত্রী বিধায়করা সাম্প্রদায়িক মন্তব্য করে হিংসা ছড়াচ্ছে। আর সেই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়ে ওমর আবদুল্লা কাশ্মীর যেতে বলছেন। আর বিজেপিকে সাম্প্রদায়িক বলছে। বিজেপি ক্ষমতায় আসার পর ৩৭০ সরিয়ে দিয়েছে। যার ফলে কাশ্মীরের উন্নতি আজ সকলের চোখে পড়ছে। আমরা চাই সকলে একসঙ্গে থাকুক, শান্তিপূর্ণভাবে থাকুক। কাশ্মীর আমাদের ছিল, আমাদেরই থাকবে। কিছুদিন বাদে সীমানাও বাড়বে। পাক অধ্যুষিত কাশ্মীরও আমরা দখল করে নেব”।