আগামীকাল বঙ্গে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার শিল্পশহর দুর্গাপুরে পা রাখবেন তিনি। দলীয় সভায় তিনি অবশ্যই বক্তৃতা রাখবেন, তবে তাঁর আগে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন তিনি। সূত্রের খবর, সাড়ে ৫ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই সরকারি কর্মসূচি সেড়ে তিনি দলীয় সভায় যোগ দেবেন। তাঁর এই সফর ঘিরে দুর্গাপুরে বিজেপির কর্মী, সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের জোয়ার। নেহেরু স্টেডিয়ামে মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)।

দুর্গাপুরেই রয়েছেন শমীক ভট্টাচার্য

প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি বলেন, আমাদের প্রস্তুতি শেষের দিকে। কাল ঠাঁসা কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। উনি অন্ডাল বিমানবন্দরে নেমে সরাসরি নেহেরু স্টে়ডিয়ামে যাবেন। সেখানে প্রথমে সরকারি কর্মসূচিতে যোগ দেবেন। একাধিক প্রকল্পের শিলান্যাস করবেন, তারপর উনি দলীয় সভায় যোগ দেবেন।

দেখুন শমীক ভট্টাচার্যের মন্তব্য

প্রধানমন্ত্রীর সভা ঘিরে চলছে জোড় প্রস্তুতি

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। চলতি বছরে বিহারে বিধানসভা নির্বাচনের কয়েকমাস পড়েই আগামী বছরে এই রাজ্য নির্বাচন রয়েছে। ফলে বাংলা দখলের জন্য এখন থেকেই সলতে পাকানোর কাজ শুরু করেছে বিজেপি। দেড়মাস আগেই আলিপুরদুয়ারে সভা করে গিয়েছিলেন তিনি। তারপর আবার বৃহস্পতিবার রাজ্যে আসতে চলেছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দুর্গাপুরের বিভিন্ন প্রান্তে এই সভা নিয়ে প্রচার শুরু করেছে বিজেপি নেতৃত্ব।