নিউটাউন, ১ জুলাই: ফের আক্রান্ত বিজেপির রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। এবার ঘটনাস্থল নিউঢাউনের আঠেরতলা বাজার এলাকা। কিছুদিন আগে সেখানকার জোতভীম এলাকার এক আবাসনের বাসিন্দা হয়ে গিয়েছেন দিলীপবাবু। সেখানে যাওয়ার পরেই গোটা আবাসনের লোকজনের সংঙ্গে জনসংযোগ বাড়ানোর কাজ শুরু করেছেন তিনি। এলাকায় বিভিন্ন চা-চক্রের আয়োজন করে চলছে পরিচিত হওয়ার পালা। বুধবার সকালে এমনই এক চা-চক্রে গিয়ে আক্রান্ত হলেন দিলীপবাবু। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকরাই দিলীপবাবুর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। দেহরক্ষীরা বন্দুক উঁচিয়ে ছুটে এলেও গন্ডগোল মেটেনি। ধস্তাধস্তিতে সামান্য চোট পান বঙ্গ বিজেপির সভাপতি। তবে আঠেরতলা এলাকার পূর্ব নির্ধারিত অনুষ্ঠান বাতিল করে অন্যত্র চা-চক্রের আয়োজন হয়। জনসংযোগও সারেন দিলীপবাবু।
জানা গিয়েছে, দিলীপ ঘোষের চা-চক্রের খবর পেয়েই সংশ্লিষ্ট এলাকায় সকাল থেকেই গোলমাল শুরু হয়। স্থানীয় বিজেপি নেতা অনুপম ঘোষ চা-চক্রের আয়োজনে যখন ব্যস্ত ছিলেন, তখনই স্থানীয় কিছু লোকজন এই চা-চক্রের বিরোধিতা শুরু করেন। তাঁদের দাবি এই এলাকায় বিজেপি নেই, তাই বিজেপি-র চা-চক্রও হবে না। গোটা এলাকাটি ভাঙড় বিধানসভার মধ্যে পড়ে। তাই দক্ষিণ ২৪ পরগনা পূর্বের বিজেপি নেতা হরেকৃষ্ণ দত্তও সেখানে উপস্থিত ছিলেন। তার উপরেও হামলা হয়েছে বলে অভিযোগ। গোটা ঘটনায় শাসকদল তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগেছেন বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তাঁর বক্তব্য, তৃণমূল শাসকদল হিসেবে ক্ষমতায় টিকে থাকতে সন্ত্রাসের আশ্রয় নেয়। বিজেপির সঙ্গে কংগ্রেসের রাজনৈতিক মতবিরোধ রয়েছে। তবে দেশের মানুষের ভোটেই বিজেপি আজ কেন্দ্রের ক্ষমতায়। তাই সেই দলের রাজ্যসভাপতির উপরে এহেন হামলাকে সমর্থন করা যায় না। যদিও হামলা প্রসঙ্গে মুখে কুলুপ এঁটেছে শাসক তৃণমূল।