West Bengal Assembly Election 2021 : বরাহনগরে বিজেপির পার্নো মিত্রর মিছিলে হামলার অভিযোগ
পার্নোর মিছিলে হামলার অভিযোগ

কলকাতা, ১৪ এপ্রিল : পার্নো মিত্রর (Parno Mittra) প্রচার মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পঞ্চম দফা ভোটের আগে বুধবার শেষ দফার প্রচার শুরু করেন বিজেপির (BJP) তারকা প্রার্থী পার্নো মিত্র। শেষ প্রচারের মাঝে আচমকাই তাঁর মিছিলে হামলা চালোন হয় বলে অভিযোগ।

বুধবার দুপুরে বরাহনগরের সতীন সেন নগরে প্রচার শুরু করেন পার্নো মিত্র। মিছিল চলাকালীন আচমকাই তৃণমূল কংগ্রেসের (TMC) স্থানীয় কয়েকজন কর্মী, সমর্থক সেখানে হামলা চালান বলে অভিযোগ। যার জেরে উত্তপ্ত হয়ে ওঠে সংশ্লিষ্ট এলাকা। নির্দিষ্ট পরিকল্পনা করেই তাঁদের মিছিলে তৃণমূল কংগ্রেস হামলা চালায় বলে অভিযোগ করেন বিজেপির তারকা প্রার্থী। যদিও তৃণমূল কংগ্রেসের তরফে অস্বীকার করা হয়েছে অভিযোগ।

আরও পড়ুন : West Bengal Assembly Election 2021 : ''ধর্মের নামে মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা মোদী, শাহর'', অভিযোগ তৃণমূলের

সম্প্রতি বেহালার পর্ণশ্রী এলাকায় শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee) এবং মিঠুন চক্রবর্তীর রোড শোয়ে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। যার জেরে থানায় গিয়ে কার্যত প্রতিবাদ জুড়ে দেন শ্রাবন্তী। কার নির্দেশে পুলিশ তাঁদের প্রচার করতে দিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তোলেন শ্রাবন্তী। নিজের ফেসবুক হ্যান্ডেলের মাধ্যমে লাইভ করে প্রতিবাদে মুখর হয়ে ওঠেন বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী।