West Bengal Assembly Election 2021 : আরামবাগে বাহিনীর সামনেই তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ, উত্তেজনা
তৃণমূল কংগ্রেসের কর্মীদের মারধর করা হচ্ছে বলে অভিযোগ সুজাতার

আরামবাগ, ৬ এপ্রিল : তৃতীয় দফার ভোটে (West Bengal Assembly Election 2021) উত্তেজনা ছড়াল আরামবাগে। আরামবাগের অরণ্ডি এলাকায় তৃণমূল, বিজেপি সংঘর্ষের জেরে জোর উত্তেজনা ছড়ায়।

তৃণমূল কংগ্রেস প্রার্থী (TMC) সুজাতা মণ্ডল অভিযোগ করেন, আরামবাগের অরণ্ডি এলাকায় সংখ্যালঘুরা রয়েছেন। ভোটের আগের রাতে বিজেপির গুন্ডা বাহিনী ওই অঞ্চলের প্রত্যেকটি বাড়িতে ঢুকে হুমকি দিতে শুরু করে। হুমকির পাশাপাশি ওই অঞ্চলে মহিলাদের উপর অত্যাচারও করে কেন্দ্রীয় বাহিনী। এমন অভিযোগ করেন সুজাতা মণ্ডল।

আরও পড়ুন  : Chhattisgarh Naxal Attacks : 'নক্সাল কাকু, আমার বাবাকে বাড়িতে পাঠাও', কাতর আর্জি অপহৃত জওয়ানের মেয়ের

ওই অঞ্চলের ৪৫ নম্বর বুথে তৃণমূল কংগ্রেসের সমর্থকদের ভোট দিতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের লোকজনদের মারধর করা হচ্ছে বলেও অভিযোগ করেন সুজাতা। কেন্দ্রীয় বাহিনী কোনওভাবেই সাধারণ ভোটারদের সাহায্য করছে না। বিজেপিকে যাতে ভোট দেওয়া হয়, বিভিন্ন জায়গায় গিয়ে কেন্দ্রীয় বাহিনী (Central Force) ভোটারদের হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন সুজাতা মণ্ডল। যা নিয়ে ওই ওই অঞ্চলে জোর কদমে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

যদিও বিজেপির (BJP) তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।