দেগঙ্গা, ১৭ এপ্রিল : শীতলকুচির পর এবার দেগঙ্গার (Deganga) কুড়লগাছি। পঞ্চম দফায় (West Bengal Assembly Election 2021) ফের গুলি চালানোর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
যদিও দেগঙ্গার কুড়লগাছিতে গুলি চালানো হয়নি বলে পালটা দাবি জানানো হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। ওই এলাকা শান্ত রয়েছে। কোনও গুলি (Fire) চালানো হয়নি। গুজব ছড়ানো হচ্ছে বলে পালটা দাবি করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীর তরফে। গুলি চালানোর যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে জওয়ানদের (Jawan) তরফে।
এদিকে নির্বাচন কমিশনের (EC) তরফে জানানো হয়েছে, দেগঙ্গার কুড়লগাছির ঘটনার রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে তাঁদের তরফে।
আরও পড়ুন : PM Modi On Kumbh Mela : হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, প্রতীকি কুম্ভের আবেদন প্রধানমন্ত্রীর
অন্যদিকে আইএসএফের দাবি, কুড়লগাছিতে তাঁদের কর্মীরা জমায়েত করলেও, বুথ থেকে অনেক দূরে ছিলেন তাঁরা। জমায়েত হঠাতেই কেন্দ্রীয় বাহিনী (Central Force) সেখানে শূন্যে গুলি চালানোর পরিবর্তে মাটির দিকে তাক করে গুলি চালিয়েছে বলে অভিযোগ। যদিও ওই ঘটনায় হতাহতের কোনও খবর আসেনি।
প্রসঙ্গত চতুর্থ দফায় শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে পরপর ৪ জন নিহত হন। যা নিয়ে কার্যত তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি।