Heavy Rain (Photo Credits: PTI)

কলকাতা,  ২৩ ফেব্রুয়ারি: জাঁকিয়ে শীত (Winter) এ বছরের মতো বিদায় নিয়েছে। তবে সামনের আরও বেশ কিছুদিন শীতের আমেজ সকাল বিকেল দু'বেলাই পাবে বঙ্গবাসী। এদিকে ফের বৃ্ষ্টির পূর্বাভাস দিল আলিপুরের হাওয়া অফিস। জানা গেছে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া মূলত বৃষ্টিপাতের জন্য দায়ী। এছাড়াও স্থানীয় কিছু সিস্টেমের জন্য বৃষ্টিপাত হতে পারে রাজ্যে। আগামী কাল বৃহস্পতিবার থেকে শুরু হয়ে শনিবার পর্যন্ত চলবে বৃষ্টি। বৃহস্পতিবার  বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে হবে বষ্টি। শুক্রবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষণের সম্ভাবনা। বাদ যাবে না কলকাতাও। শনিবার ফের  বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও মুর্শিদাবাদে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে কাল থেকে বৃষ্টি নামলেও আজ বুধবার আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। সকালের দিকে আকাশ কুয়াশাচ্ছন্ন থাকলেও বেলা বাড়লে রোদ্দুর উঠবে।  উত্তরের জেলা গুলিতে মূলত দার্জিলিং ও কালিম্পঙে আজ হালকা বৃষ্টির সম্বাবনা রয়েছে। তবে এতকিছুর পরেও ফের শীত পড়ার কোনও সুযোগ নেই। ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। মার্চের শুরুতে গরম পড়ে যাবে।