ঝড় বৃষ্টি ( Photo Credit-File)

কলকাতা, ২৩ এপ্রিল: তীব্র দাবদাহের পর বুধবার সন্ধ্যার পর স্বস্তির বৃষ্টিতে ভিজেছিল বাংলার (WB Assembly Elections 2021) বিভিন্ন এলাকা। বুধবার রাতেও কলকাতা ও তার আশপাশের এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছিল। যার জেরে তাপমাত্রা অনেকটাই নেমে যায়। প্যাচপ্যাচে গরম থেকে অনেকটাই স্বস্তি মিলেছে বর্তমানে। আসলে পঞ্চম দফা ভোটের পর গরমের কিছুটা কমতি হয়েছে বঙ্গে। তবে পূর্বাভাস থাকলেও গতকাল দক্ষিণবঙ্গের কোনও জেলায় তেমনভাবে বৃষ্টির দেখা মেলেনি। এদিকে শুক্রবার আলিপুরের হাওয়া অফিস জানাচ্ছে, আজ কিছুক্ষণের মধ্যে মেঘে ঢেকে যাবে মহানগরীর আকাশ। নামবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। সঙ্গে থাকবে কালবৈশাখীও। বৃহস্পতিবার শহরের তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি কম। আরও পড়ুন-Gujarat: অমিত শাহ উদ্বোধন করবেন, তাই গুজরাটের কোভিড হাসপাতালের দরজা খোলেনি

এদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ ছিল যথাক্রমে ৯০ ও ৬০ শতাংশ। তবে শুক্রবার তাপমাত্রা গতকালকের তুলনায় বাড়বে। এখনই শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৫ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৬ ডিগ্রি সেলসিয়াস।