কলকাতা, ২৫ জানুয়ারি: পশ্চিমী ঝঞ্ঝার প্রকোপ কমতে না কমতেই শুরু হয়েছে শিরশিরানি ঠান্ডা (Winter)। আলিপুরের হাওয়া অফিসের খবর বলছে আজ মঙ্লবার রাত থেকে পারদ নামতে থাকবে। কলকাতা-সহ লাগোয়া এলাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রিতে নেমে যাবে। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশে আজ বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণ বঙ্গের বাকি জেলাগুলির আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। সকালের দিকে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উঠবে ঝকঝকে রোদ্দুর। তবে আগামী আরও দুদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তারপর সেখানে পারদ পতন শুরু হবে। আরও পড়ুন-'Jai Shree Ram': দলের জন্য গর্ব হচ্ছে, ‘জয় শ্রীরাম’! ভারতকে হারিয়ে বললেন দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ
এদিকে আজ রাত থেকে শীতের দেখা মিললেও মাঘ মাসের মাঝামাঝি এই শীত কতটা স্থায়ী হবে তানিয়ে সংশয়ে আছেন আবহাওয়াবিদরাও। সংক্রান্তির পরে পরেই মাঘের শীত জানান দিয়েছিল রাজ্যজুড়ে। কিন্তু বরাবরের মতো তার পথে বাধা হয়ে দাঁড়ায় সেই পশ্চিমী ঝঞ্ঝা। এবছর শীতের পথে সে বারবার এসেছে। তাই তো লেপ কম্বলের বদলে এই মাসে বর্ষাতি গায়ে দিয়ে স্বস্তিবোধ করেছে বঙ্গবাসী।