West Bengal Weather Update: সপ্তাহান্তেই বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ, আসছে কালবৈশাখী
Summer (Photo Credits: Pixabay)

কলকাতা, ২৮ এপ্রিল:  শুক্রবার থেকে এই ভয়াবহ গরমের (Summer) ইতি ঘটতে চলেছে। এমনই আশার কথা শোনাল আলিপুরের হাওয়া অফিস। শনিবার থেকে রাজ্যের পশ্চিমাংশের জেলাগুলিতে হবে বৃষ্টি। তবে শনিবারেও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় চলবে তাপপ্রবাহ।  তবে সোম ও মঙ্গলবারে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতই। অর্থাৎ মারকাটারি গরম থেকেরেহাই মেলার সুযোগ এতদিনে পেল দক্ষিণবঙ্গ বাসী। এদিকে আজ বৃহস্পতিবার পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া,পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে রয়েছে বৃ্ষ্টির সম্ভাবনা।

অন্যদিকে দুই দিনাজপুর ও মালদা শুষ্ক থাকলেও উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বৃষ্টি হবে আজ। আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গে শুরু হবে কালবৈশাখী।

উল্লেখ্য, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টির পূর্বাভাস থাকলেও কলকাতা-সহ বাকি জেলাগুলিতে তাপমাত্রা কোনও হেরফের হবে না। ভয়ঙ্কর গরমের সঙ্গে তালমিলিয়ে আদ্রতা জনিত অস্বস্তিও বজায় থাকবে।