
কলকাতা, ৬ এপ্রিল: দক্ষিণবঙ্গে গরম না বাড়লেও আদ্রতাজনিত অস্বস্তির কারণে বিড়ম্বনা বাড়বে। তবে তাপমাত্রার বিশেষ হেরফের হবে না। আলিপুরের হাওয়া অফিস (Weather Update) জানিয়েছে, আগামী কয়েকদিন ধরে উত্তরবঙ্গে বৃষ্টি চললেও দক্ষিণবঙ্গে তেমন কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না। বরং একটা কালবৈশাখী ধীরে ধীরে তৈরি হচ্ছে। এমনিতে দক্ষিণা বাতাসের উপর ভর করে রাজ্যে প্রবেশ করেছে প্রচুর জলীয় বাষ্প। এর জেরে দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি পড়বে না। দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। তবে রাতের আকাশে মেঘের ঘনঘটা দেখা দিতে পারে।
এপ্রিলের প্রথম সপ্তাহে এর থেকে বেশি গরম দক্ষিণবঙ্গে পড়ছে না আপাতত। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস।
অন্যদিকে মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা।