West Bengal Weather Update: বসন্তেই বজ্রগর্ভ মেঘ, রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা
Heavy Rain (Photo Credits: PTI)

কলকাতা, ১৮ ফেব্রুয়ারি: শীতকে বিদায় সংবর্ধনা এখনও দেওয়া হয়নি। তবে তার আগেই বৃষ্টির আগমন ধ্বনি শোনা যাচ্ছে। রীতিমতো আমন্ত্রণপত্র দিয়ে ধেয়ে আসছে বৃষ্টি (Rain) । আলিপুরের হাওয়া অফিস জানিয়েছে, ঝাড়খণ্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায়। বাতাসে বাড়ছে জলীয় বাষ্পের পরিমাণ। এর প্রভাবে বায়ুমণ্ডলের উপরিভাগের বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হতে পারে। যার জেরে রবিবার থেকে রাজ্যে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শীত চলে যাওয়ার সময় উত্তুরে দুর্বল হয়ে পড়ায় জলীয় বাষ্পের অবাধ গতি রোধ করা সম্ভব হয়নি। তাই এই বসন্তের উইকএন্ডে বৃষ্টির প্রকোপ দেখা যাবে।

রবিবার রাজ্যের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলি সেই তালিকায় নেই। শীতের যাওয়ার সময় হতেই রাতের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। শুক্রবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম।