কলকাতা, ২৮ নভেম্বর: ফের মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই প্রমাণ করলেন তিনি পারেন। রাজ্যের তিন কেন্দ্রের বিধানসভা উপনির্বাচনে সবমিলিয়ে ৩-০ গোলে তৃণমূল কংগ্রেস (TMC) বিজেপিকে পরাস্ত করল। বাংলার মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন তৃণমূল নেতৃত্ব। বিজেপি তার অহঙ্কারের ফল পেল, কালিয়াগঞ্জে জয়ের পর সংবাদ মাধ্যমকে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিন কেন্দ্রের উপনির্বাচনে ভাল ফলের পর আশাবাদী শাসকদলের দাবি, আগামী ২০২১ তৃণমূল কংগ্রেস দুই তৃতীয়াংশের থেকেও বেশি ভোট পেয়ে ক্ষমতায় আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন। আর আজকের এই জয় আসলে মা মাটি মানুষের জয়। সম্প্রীতির জয়, সর্ব ধর্মের মানুষের মেলবন্ধনের জয়। ২০২১-এর পরে আরও ভালভাবে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি তৃণমূল নেতৃত্বের।
জয়ের খবরে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন “মানুষের আশীর্বাদে ঘাসফুলের জয় হয়েছে। অহঙ্কারের ফল পাচ্ছে বিজেপি (BJP)। মানুষ মনে করে বিজেপি বাংলার জন্য পাপ, দেশের পাপ। বিজেপি নিজেকে ওয়াশিংমেশিন ভাবে। সব কালো ধুয়ে তারা সাদা করছে। আর বিরোধীরা সব দুর্নীতিবাজ। এই উপনির্বাচন মনে করিয়ে দিল সমস্ত ধর্ম সম্প্রদায়ের মানুষ তৃণমূলের পাশে রয়েছে। ৫-৬ মাসের মধ্যেই বিজেপিকে জবাব দিয়ে দিয়েছে মানুষ। দেশ এক সন্ধিঃক্ষণে দাঁড়িয়ে আছে। এই পরিস্থিতিতে মানুষের এই রায় ঐতিহাসিক। গণতন্ত্র ও সংবিধান এখন বিপন্ন। এজেন্সি দিয়ে ভয় দেখিয়েছে বিজেপি।” তবে তাতে কী, লোকসভা নির্বাচনের সাড়া জাগানো সাফল্যের পর তিন কেন্দ্রের উপনির্বাচনে পদ্মের সুবাস একেবারে নিশ্চিহ্ন। আরও পড়ুন-Firhad Hakim: এনআরসি ইস্যুতে মানুষকে বিভ্রান্ত করার জবাব পেল বিজেপি, দিলীপকে খোঁচা ফিরহাদের
উপনির্বাচনে ৩-০ জয় তৃণমূলের, প্রতিক্রিয়া দিদির #BengalWithDidi
#BengalBypolls pic.twitter.com/m6zeoRMANh
— All India Trinamool Congress (@AITCofficial) November 28, 2019
তিনি আরও বলেন, “গোটা দেশে সর্বনাশী খেলা খেলছে বিজেপি। (NRC) নিয়ে সন্ত্রাস চালাচ্ছে। বিভেদের খেলা চালাচ্ছিল। তবে ওদের ঔদ্ধত্য, অহঙ্কাকার বাংলায় চলবে না। বাংলার মানুষ বুদ্ধিমান। তারাই সিদ্ধান্ত নিয়েছে। তিন আসনেই ভোটারদের ধন্যবাদ-জ্ঞাপন করতে আমি নিজে যাব। মানুষের আশীর্বাদেই তিন কেন্দ্রে সবুজ ঝড়। এই ফলাফলের মাধ্যমেই মানুষ বলেছে ১-২-৩, বিজেপিকে বিদায় দিন।”