কলকাতা: সোমবার ভোরে নামাজ পড়তে যাওয়ার পথে খুন হন দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের (Joynagar) বামনগাছি গ্রামের তৃণমূল নেতা ও স্থানীয় পঞ্চায়েত সদস্য সইফুদ্দিন লস্কর (TMC leader Saifuddin Laskar)। এরপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা এলাকার পরিস্থিতি। অভিযুক্তদের মধ্যে একজনকে পিটিয়ে খুন করা হয়েছে বলেও অভিযোগ। ইতিমধ্যেই মৃতের পরিবারের তরফে দাবি করা হয়েছে, বিজেপি এবং সিপিএমের পোষা দুষ্কৃতীরাই এই কাণ্ড ঘটিয়েছে। সোমবার সন্ধ্যায় প্রায় সেই একই কথা শোনা গেল পশ্চিমবঙ্গের শিশু ও নারীকল্যাণ মন্ত্রী শশী পাঁজার (WB Minister and TMC leader Shashi Panja) মুখেও।
কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "কেউ কেউ উৎসবের পরিবেশ নষ্ট করতে চায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছেন যে বিজেপি (BJP) এবং সিপিএম (CPM) একসঙ্গে কিছু একটা ষড়যন্ত্র করছে। মানুষ ক্ষুব্ধ এবং তাঁরা খুব ভালো করেই জানেন যে অপরাধী কারা। পুলিশের কাছেও তাঁরা জবানবন্দি দিচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু যা হয়েছে তা অত্যন্ত অন্যায়। ওদের উচিত রাজনৈতিকভাবে লড়াই করা, হামলা ও হত্যা করা নয়। বিজেপি সিপিএমেরই অন্য রূপ।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: On the death of a TMC worker Saifuddin Laskar in Joynagar, WB Minister and TMC leader Shashi Panja says, "Some people want to destroy the atmosphere of festivities. Abhishek Banerjee expressed a fear that BJP and CPM together are preparing something...People are… pic.twitter.com/yEpBXOJDHu
— ANI (@ANI) November 13, 2023
প্রসঙ্গত উল্লেখ্য, বছর ৪৩-এর সইফুদ্দিন লস্কর বামনগাছি গ্রামের গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন। এছাড়াও তৃণমূলের অঞ্চল সভাপতির দায়িত্বও সামলাতেন। সোমবার ভোরের দিকে নমাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন সইফুদ্দিন। পথের তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। গুলির আওয়াজ পাওয়া মাত্রই ছুটে আসেন স্থানীয়রা। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। আরও পড়ুন: Basudeb Acharia: প্রয়াত প্রাক্তন সিপিএম সাংসদ বাসুদেব আচারিয়া, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর