ফের রাজ্যে বিজেপি নেতা আক্রান্ত। এবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) কনভয়ে হামলা চালানো হয়। ঘটনাস্থল নবদ্বীপ। যদিও ঘটনার সময় সুকান্ত মজুমদারের গাড়ি বেশ কিছুটা দূরে ছিল। ক্ষতিগ্রস্থ হয়েছে কনভয়ের দুটি গাড়ি। সেই সঙ্গে এই হামলায় বিজেপির দুই কর্মীও আহত হয়েছেন। বর্তমানে তাঁরা ভর্তি রয়েছেন নবদ্বীপের একটি বেসরকারি হাসপাতালে। এই ঘটনার পর তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগের আঙুল তুলছে বিজেপি নেতৃত্ব। এদিকে নবদ্বীপ বাসস্ট্যান্ডে আইএনটিটিইউসির অফিসে ভাঙচুড় চালানোর চেষ্টা করেছে বিজেপি, এমনই পাল্টা অভিযোগ তৃণমূলের।

কখল হামলা হল?

জানা যাচ্ছে, বুধবার বিকেলের দিকে একটি ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে নবদ্বীপ যাচ্ছিলেন সুকান্ত। সেই সময় যানজটের কারণে তাঁর কনভয়ের কয়েকটি গাড়ি পিছিয়ে যায়। অভিযোগ, স্থানীয় পুলিশের কাছে রাস্তা জানতে চাওয়া হলে তাঁরা কোনও সহযোগিতা করে না। শেষে নবদ্বীপ বাসস্ট্যান্ডে গিয়ে গাড়ি পার্ক করিয়ে তাঁরা বাকি গাড়ির চালকদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সেই সময়ই তৃণমূলের কিছু নেতা কর্মী তাঁদের ওপর চড়াও হয়। তাঁদের ওপর ইট, পাথর, লাঠি দিয়ে হামলা করা হয় বলে অভিযোগ।

দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য

কী বলছেন সুকান্ত মজুমদার?

সুকান্ত মজুমদার বলেন, আমরা রাসের মেলায় যাচ্ছিলাম। যাওয়ার পথেই আমাদের গাড়ির ওপর এই হামলা হয়েছে। এই হামলায় আমাদের দুই কর্মী আহত হয়েছে। তাঁরা বর্তমানে হাসপাতালে ভর্তি। এই ঘটনায় পুলিশ এখনও কোনও পদক্ষেপ নেয়নি। রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই। সেই কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এভাবে হামলা চালাতে পারছে।