নজরে বিধানসভা নির্বাচন। তার আগে বাংলাতে এসে একের পর এক চমক দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ২২ অগাস্ট কলকাতায় আসছেন তিনি। স্বাধীনতা দিবসের পরে ও দুর্গাপুজোর আগে কলকাতাবাসীকে উপহার দিতে চলেছে কেন্দ্র সরকার। উদ্বোধন করা হচ্ছে তিনটি মেট্রোরুটের (Kolkata Metro)। শিয়ালদহ-এসপ্ল্যানেড, নোয়াপাড়-এয়ারপোর্ট (জয় হিন্দ), বেলেঘাটা-রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) মেট্রো স্টেশনগুলি উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী। এই প্রশাসনিক কর্মসূচিতে দমদমে থাকবেন তিনি। সঙ্গে থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যেই রেলমন্ত্রকের তরফে আমন্ত্রণপত্র পাঠানো হচ্ছে সর্বত্র।
কী বললেন সুকান্ত মজুমদার?
আর সেই আমন্ত্রণপত্র পেতেই খবরটি নিশ্চিত করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলায় একের পর এক রেল পরিষেবাকে আরও উন্নত করার কাজ চলছে। আগামী ২২ অগাস্ট এই উন্নয়ন আরও একধাপ এগোবে যখন এই তিনটি মেট্রোপথের সূচনা হবে। স্বাধীনতা দিবসের আগে এটা সত্যিই একটি বড় পদক্ষেপ হতে চলেছে কলকাতা তথা রাজ্যবাসীর স্বার্থে”।
দেখুন সুকান্ত মজুমদারের বক্তব্য
#WATCH | Balurghat, West Bengal | On PM Modi's visit to Kolkata, Union Minister Sukanta Majumdar says, "Under the leadership of PM Modi, development works in railways are taking place. On 22nd August, PM Modi will inaugurate three sections of the metro in Kolkata..." pic.twitter.com/SwBWo06Fs6
— ANI (@ANI) August 14, 2025
তৃতীয়বার বঙ্গসফরে প্রধানমন্ত্রী
প্রসঙ্গত, চলতি বছরে এই নিয়ে তিনবার বঙ্গসফরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর থেকেই স্পষ্ট বিজেপির নেতৃত্বের নজরে ২৬-এর বিধানসভা নির্বাচন। যদিও আগামী ২২ অগাস্ট প্রশাসনিক কর্মসূচির পাশাপাশি রাজনৈতিক সভা রয়েছে কিনা, সেই বিষয়টি এখনও স্পষ্ট করেনি বঙ্গ বিজেপি নেতৃত্ব।