অশান্ত মুর্শিদাবাদ। ওয়াকফ সংশোধনী আইনের (Waqf Act) প্রতিবাদে জ্বালানো হচ্ছে ঘর বাড়ি, লাগাতার চলছে ইটবৃষ্টি। এমনকী বোমা, গুলিরও বিরাম নেই। পরিস্থিতি মোকাবিলা করতে রাস্তায় নেমেছে পুলিশ। তবে পরিস্থিতি এখনও সেভাবে নিয়ন্ত্রণে আসেনি। বরং দফায় দফায় জ্বলছে জঙ্গিপুর। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফ থেকে ক্রমাগত শাসক দলকে আক্রমণ করা হচ্ছে। অন্যদিকে তৃণমূলও কেন্দ্র সরকারাকে ওয়াকফ আইন তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছে।
জঙ্গিপুর নিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, আমার তো মনে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইচ্ছাকৃতভাবেই ঘটনাটি ঘটাচ্ছে। আসলে আগামী বিধানসভা নির্বাচনে মুসলিম ভোটকে হাতে রাখতে চাইছে সে। সেই সঙ্গে রাজ্যে যে এসএসসি নিয়ে এত বড় দুর্নীতি হয়েছেস, সেটা যাতে কোনওভাবে চাপা পড়ে যায়, তার জন্যই এই চক্রান্ত করা হচ্ছে।
অশান্ত মুর্শিদাবাদ
প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরেই ওয়াকফ আইনের প্রতিবাদে জ্বলছে মুর্শিদাবাদের জঙ্গিপুর, সুতি সহ একাধিক জায়গা। আহত হয়েছে সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা।