বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন। এবারের নির্বাচনে এসআইআর যে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তা নতুন করে বলার কিছু নেই। বিহারে এত বিতর্কের পরেও এসআইআর (SIR) হয়েছে এবং আগামী মাসেই সে রাজ্যে নির্বাচন। ফলে এই নিয়ে বেশ চিন্তায় রয়েছে এই রাজ্যের শাসক দল। এদিকে বহিরাগত ইস্যুতে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত সোমবার নিজের কেন্দ্রে বহিরাগত ঢুকে পড়ছে বলে ক্ষোভপ্রকাশ করেছিলেন তিনি। শুক্রবার গিরিশ পার্কের একটি পুজো উদ্বোধনে এসেও তাঁর মুখে একই বুলি। শুধু তাই নয়, শহরের বিভিন্ন কাউন্সিলরকে এই বিষয়ে নজর রাখার নির্দেশও দিয়েছেন তিনি।

শাসক দলের সমালোচনায় সুকান্ত

এই নিয়ে এবার সমালোচনা শুরু করেছে বিজেপি শিবির। কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, এসআইআর নিয়ে তৃণমূলের যদি কোনও সমস্যা থাক, তাহলে তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে কথা বলুক। এসআইআর তো বিজেপি করছে না। বিহারে তো এসআইআর হল। সাধারণ মানুষ এই নিয়ে কোথায় আপত্তি করেছে? তাঁরা তো এসআইআর মেনে নিয়েছে। আসলে তৃণমূল এসআইআরকে ভয় পাচ্ছে। সেই কারণে মুখ্যমন্ত্রী ভয়ে ভুলভাল কথা বলছেন।

দেখুন সুকান্ত মজুমদারের মন্তব্য

মমতার বহিরাগত ইস্যু

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায় একটি কালীপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে এসে বলছে, শহরের বিভিন্ন জায়গায় বহিরাগতরা প্রবেশ করছে। তাঁরা বস্তি এলাকায় এসে বাড়ি বানিয়ে থাকা শুরু করছে। কিংবা কোনও হটেল, গেস্ট হাউসে উঠছে। এই বহিরাগতরা দীর্ঘদিন ধরে কলকাতায় থাকা অবাঙালিরা নয় বলেও স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। প্রসঙ্গত, বিহারে নির্বাচন শেষ হতেই বাংলায় শুরু হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এই রাজ্যে নির্বাচন কমিশনার এসআইআরের কাজ শুরু করে দিয়েছে।