দুর্গাপুর গণধর্ষণকাণ্ড নিয়ে রবিবার সকালেই প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। প্রতিক্রিয়া দেওয়ার সময় তিনি বলেন, মেয়েদের বেশি রাতে রাস্তায় বেরোনো উচিত নয়। বেরোলে এইধরনের ঘটনা ঘটতেই পারেন। মমতার এহেন মন্তব্য মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে দিয়েছে সবমহলে। যে বাংলা নাকি সুরক্ষার জন্য এগিয়ে, সেখানেই মহিলাদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে এবং রাজ্যের মুখ্যমন্ত্রী এহেন মন্তব্যের কড়া সমালোচনা করছে বিরোধীরা।
মুখ্যমন্ত্রী মন্তব্যের সমালোচনা সুকান্তর
এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়ে একথা তাঁর মুখে শোভা দিচ্ছে না। তিনি এর আগেও মহিলাদের কাজে যাওয়া, রাস্তায় বেরোনো নিয়ে আপত্তি জানিয়েছিলেন। আরজিকর হাসপাতালের ঘটনার সময় তিনি বলেছিলেন, মেয়েদের নাকি নাইট শিফট দেওয়া উচিত নয়। এবার তিনি রাস্তায় না বেরোনোর কথা বলছেন। তাহলে উনি কী চান যে রাজ্যের সমস্ত মহিলা ঘরে বোরখা পরে বসে থাকুক?
দেখুন সুকান্ত মজুমদারের মন্তব্য
#WATCH | Balurghat, West Bengal: On West Bengal Chief Minister Mamata Banerjee's statement, Union Minister Sukanta Majumdar says, "...Now the Chief Minister is saying that women should not go out at night. Does she want all women to wear burqas and stay at home?..." pic.twitter.com/H7o7YH9CIL
— ANI (@ANI) October 12, 2025
দুর্গাপুর গণধর্ষণকাণ্ড
প্রসঙ্গত, দুর্গাপুর গণধর্ষণকাণ্ডে ইতিমধ্যেই ৩ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও এখনও মূল অভিযুক্ত অধরা রয়েছে। তাঁদের খোঁজে জারি রয়েছে তল্লাশি অভিযান। নির্যাতিতা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। সে ওড়িশার বাসিন্দা। ইতিমধ্যেই তাঁর পরিবার এই রাজ্যে এসেছেন।