বিহারে নির্বাচন মিটতেই বাংলায় শুরু হবে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি। আগামী বছরের শুরুতেই হতে পারে নির্বাচন। এই অবস্থায় বাংলার ভোট পরিস্থিতি তদারকি করতে জাতীয় স্তরের দুই নেতা দায়িত্ব দিল বিজেপি (BJP)। জানা যাচ্ছে, বিজেপির নির্বাচনী পর্যবেক্ষকের ভূমিকায় এবার দেখা যাবে ভুপেন্দ্র যাদবকে। আর সহ পর্যবেক্ষক হবেন বিপ্লব দেব। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় কমিটির বৈঠকে এই সিদ্ধান্তই চুড়ান্ত করা হয়। বৃহস্পতিবার বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক (সংগঠন) অরুন সিং এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
বিহারের পর্যবেক্ষকও চুড়ান্ত হয়েছে
এদিকে বিহারে বিজেপির পর্যবেক্ষকের ভূমিকায় দেখা যাবে ধর্মেন্দ্র প্রধান ও সহ পর্যবেক্ষকের ভূমিকায় থাকবেন সিআর পাটিল। যদিও বিহারের নির্বাচন হতে আর মাত্র কয়েকমাস বাকি। পুজোর পরেই সেরাজ্যে নির্বাচন হতে পারে। ফলে বিহারের ক্ষেত্রে একটু দেরি করে ফেলল বিজেপি, এমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। অন্যদিকে বঙ্গ বিজেপির জন্য কেন্দ্রীয় পর্যবেক্ষক কে হবেন, সেটা চুড়ান্ত হয়ে গেলেও রাজ্য কমিটিতে কে কে থাকবেন, সেটা এখনও চুড়ান্ত হয়নি।
বিজেপির রাজ্য কমিটিতে ঠাঁই পাবেন কারা?
তবে রাজ্য বিজেপির অন্দরে কান পাতলে শোনা যায়, নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বিজেপির পুরোনো নেতাদের কমিটিতে ফেরাতে আগ্রহী। সেক্ষেত্রে দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায়, রিতেশ তিওয়ারি, জগন্নাথ চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়দের ফেরাতে চাইছেন তিনি। যদিও শুভেন্দু অধিকারী, কৌস্তভ বাগচীরা ইতিমধ্যেই দলের মধ্যে জায়গা করে ফেলেছেন। ফলে কোনদিকে হাওয়া ঘোরে, সেটা আগামী কয়েকমাসের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে।