অমিত শাহ। ফাইল ছবি। (Photo Credits: Twitter)

কলকাতা, ১ অক্টোবর: দুর্গাপুজোর তৃতীয়ায় শহরে পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আজ, মঙ্গলবার কলকাতায় একগুচ্ছ কর্মসূচি নিয়ে আসছেন অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রীকে শহরের দুর্গাপুজো উদ্ধোধনেও দেখা যাবে। তবে আজ নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে অমিত শাহ-র সভার দিকেই তাকিয়ে সবাই। বাংলায় NRC নিয়ে অমিত শাহ কী ঘোষণা করেন সে দিকেই সবার নজর। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি-র অভিযোগ NRC-র আতঙ্কে রাজ্যে বেশ কিছু মানুষের প্রাণ গিয়েছে।

মমতা ব্যানার্জি, বারবার আশ্বাস দিয়েছেন রাজ্যে NRC চালু হবে না। এর মাঝেই NRC নিয়ে তাঁর দলের অবস্থান কী হবে তা তুলে ধরবেন অমিত শাহ। অমিত শাহ-র সভায় আজ বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিতে চলেছেন। আরও পড়ুন-শালিমার স্টেশনে শেড ভেঙে বিপত্তি, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শ্রমিকের

মঙ্গলবার, ১ অক্টোবর সল্টলেকের (Salt Lake) বিজে ব্লকে (BJ Block) পুজো উদ্বোধন করার কথা অমিত শাহ-র। বিজে ব্লক পুজো কমিটির সভাপতি এবং বিজেপি নেতা (BJP Leader) উমাশঙ্কর ঘোষ দস্তিদার (Umashankar Ghosh Dastidar) এদিন জানান, 'আমরা অত্যন্ত ভাগ্যবান যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নিজে আসছেন আমাদের পুজো উদ্বোধন করতে। আমরা সমস্ত আয়োজন করছি। আমরা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তিনি আমন্ত্রণ গ্রহণ করেন এবং আসার জন্য রাজি হন'।