আজ মহাচতুর্থী। ইতিমধ্যেই কলকাতার একাধিক নামীদামী পুজোর উদ্বোধন হয়ে গিয়েছে। শুক্রবার উদ্বোধন হল মধ্য কলকাতার হেভিওয়েট পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের। এদিন সকালেই শহরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর হাত দিয়েই উদ্বোধন করা হল এই পুজোর। মণ্ডপের প্রবেশের পর তাঁর মাথায় তিলক দেওয়া হয়। এরপর মোমাবাতি জ্বালিয়ে পুষ্প অর্পণ করে পুজোর সূচনা করেন তিনি। তাঁর আগে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন পুজো উদ্বোধনের অনুষ্ঠানেও তৃণমূলকে আক্রমণ করেন অমিত শাহ।

তৃণমূলকে আক্রমণ স্বরাষ্ট্রমন্ত্রীর

অনুষ্ঠানে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মায়ের কাছে আমার প্রার্থনা রইল নির্বাচনের পর এমন সরকার গঠন হোক যাদের হাত ধরে সোনার বাংলা নির্মাণ সম্ভব হয়। আমাদের বাংলা যেন সুরক্ষিত হাতে থাকে। এদিন ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরকেও স্মরণ করেন তিনি। তিনি বলেন, “আজ ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন। উনি বাংলার শিক্ষাব্যবস্থা, মহিলাদের শিক্ষার উন্নতি তিনি করেছিলেন।”

শাহের বিদ্যাসাগর বিতর্ক

প্রসঙ্গত, ২০১৯ সালে লোকসভা নির্বাচনে প্রচারের সময় উত্তর কলকাতায় রোড শো করেছিলেন স্বরাষ্টমন্ত্রী অমিত শাহ। সেই মিছিল ঘিরে ধন্ধুমার পরিস্থিতি হয়। বিদ্যাসাগর কলেজের কাছে ঝামেলা হয়। আর তাতে ভেঙে যায় ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি। সেই সময় শাহকে নিয়ে তীব্র সমালোচনা করেছিলেন তৃণমূল শিবির।