বুধবার রাতে ঠাকুরপুকুর (Thakurpukur) মেট্রোর পিলারের কাছ স্মাইল রোড লাগোয়া রাস্তা থেকে যাঁরা যাতায়াত করছিল, তাঁরা অনেকেই ভ্যাটের কাছে থাকা বস্তাটি লক্ষ্য করেছিল। কিন্তু আবর্জনা স্তুপে এরকম বস্তা অনেক থাকে, ফলে কেউ সেভাবে গুরুত্ব দেয়নি। তবে পথচলতি মানুষদের মধ্যে কেউ লক্ষ্য করে যে ওই বস্তা থেকে একটি দেহাংশ উঁকি মারছে। ব্যস, তারপরই খবর যায় থানায়। ঘটনাস্থলে চলে আসে ঠাকুরপুকুর থানার পুলিশ। আর তারপরেই বস্তা খুলতে উদ্ধার হয় এক যুবকের পচাগলা দেহ। যদিও এই বস্তা কতদিন ধরে ওই ভ্যাটে পড়েছিল, কেই বা রেখে গেল, সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
পুলিশসূত্রে খবর, ওই যুবকের এখনও কোনও নাম বা পরিচয় কিছু জানা যায়নি। দেহটির পরনে ছিল একটি শার্ট ও প্যান্ট। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে দু-তিনদিন আগে তাঁর মৃত্যু হয়েছে। যদিও দেহটি উদ্ধার করার পর বিদ্যাসাগর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ওই এলাকার সিসিটভি ফুটেজ দেখে খুনির সন্ধান চালাবে বলে মনে করা হচ্ছে।