ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে আরামবাগের রামকৃষ্ণ সেতু (Arambagh Bridge)। শনিবার আচমকাই সেতুর কিছু অংশ ভেঙে দ্বারকেশ্বর নদের ওপর পড়ে যায়। যা নিয়ে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তবে এরপরেও মেরামতি করার কাজ শুরু করেনি স্থানীয় প্রশাসন। উল্টে ওই এলাকা ঘিরে দিয়ে বেমালুম গাড়ি চলাচল হচ্ছে। নিরাপত্তার জন্য শুধুমাত্র রয়েছেন কয়েকজন পুলিশ। কিন্তু ভাঙা অংশটি আদৌ মেরামতি হবে কিনা বা কোনও বিকল্প রাস্তা হবে কিনা, সেই বিষয়ে এখনও কোনও সদুত্তর দেয়নি স্থানীয় প্রশাসন।
স্থানীয় বিজেপি নেতার অভিযোগ
আরামবাগের বিজেপি নেতা মধুসূদন বাগ বলেন, আমি যখন বিধায়ক ছিলাম, রাজ্যে পূর্তমন্ত্রীকে তখন প্রস্তাব দিয়েছিলাম যে রামকৃষ্ণ সেতুর পাশে একটি বিকল্প সেতু তৈরি হোক। কারণ এই সেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ আরামবাগ, পুরুলিয়া সহ একাধিক জেলার জন্য। সেই কারণে এই সেতুর মেরামতির কাজ হলেও যেন বিকল্প সেতু দিয়ে যান চলাচল করতে পারে। কিন্তু পূর্তমন্ত্রী বলেছিলেন বিকল্প সেতুর প্রয়োজন নেই। কারণ রামকৃষ্ণ সেতুর স্বাস্থ্য এখনও ঠিক রয়েছে। বর্তমানে স্থানীয়রা জীবন হাতে নিয়ে এই সেতু পারাপার হচ্ছেন।
দেখুন মধুসূদন বাগের অভিযোগ
Arambagh, West Bengal: BJP leader Madhusudan Bag says, "The Ram Krishna Setu in Arambagh, this Ram Krishna Setu not only used by the Arambagh people, but it is also used by the several districts. There are 8-10 such districts, where people are coming and going with goods and… pic.twitter.com/vaeVpEdtdo
— IANS (@ians_india) August 10, 2025
সবধরণের গাড়ি পারাপার হয়
প্রসঙ্গত, এই সেতু শুধুমাত্র পুরুলিয়া, আরামবাগের মধ্যে সংযোগস্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম নয়। বরং এই সেতুর মাধ্যমে উপকৃত হয় ৫ জেলার মানুষজন। ভারী পণ্যবাহী গাড়ির পাশাপাশি, বাস, ছোটগাড়ি সবকিছুই পারাবার হয় এই সেতুর মাধ্যমে।