বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছিল তৃণমূল কংগ্রেসের কর্মীসভা। যেখানে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করে দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) সকলের গলাতেই ছিল বিজেপির বিরুদ্ধে চড়া সুর। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে এই কর্মীসভা থেকেই ২৬-এর নির্বাচনের জন্য কর্মী সমর্থকদের উদ্দেশ্যে চাঙ্গা হওয়ার বার্তা দিয়েছেন। সেই সঙ্গে বিজেপি সহ রাজ্যের একাধিক বিরোধী দল, কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধেও একহাত নিয়েছেন মমতা-অভিষেক যদিও এই নিয়ে বিজেপির পক্ষ থেকে শোনা গেল সমালোচনার সুর।

আত্মবিশ্বাসী লকেট চট্টোপাধ্যায়

এদিন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) বলেন, "কর্মী সমর্থকদের চাঙ্গা হওয়ার জন্য বেশ ভালোই বক্তৃতা দিয়েছেন। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে আত্মবিশ্বাসের অভাব ছিল। বিশেষ করে অভিষেক তো নিজেই জানেন যে এই দুর্নীতিতে তাঁর নাম জড়িত রয়েছে। আর তৃণমূল ক্ষমতায় আসার পর অতীতে বাম জমানার থেকেও চারগুন ভুয়ো ভোটার রাজ্যে বেড়েছে। এখন প্রমাণিত যে বাংলায় বাংলাদেশি, রোহিঙ্গাদের এনে ভোট করিয়েছে তৃণমূল"।

দেখুন লকেট চট্টোপাধ্যায়ের বক্তব্য

বঙ্গে বিজেপি আসা নিয়ে আশাবাদী বিজেপি

লকেট আরও বলেন, "বিগত কয়েকমাসে হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লির মতো রাজ্যগুলিতে ক্ষমতায় বিজেপি আসার পরেই তৃণমূলের মধ্যে ভয় ঢুকেছে। আর সেই ভয় এদিনের বক্তৃতা থেকেই স্পষ্ট। বাংলায় নির্বাচনেও বিজেপি ক্ষমতায় আসবে, সেটা বুঝতে পেরেছেন মমতা-অভিষেকরা"।