Kunal Ghosh, Dilip Ghosh (Photo Credit: Instagram)

কলকাতা, ৮ জুলাই:  দিলীপ ঘোষকে (Dilip Ghosh) রাজ্যপাল ডাকুন এবং তাঁকে 'নীলডাউন' করিয়ে রাখুন কিছুক্ষণ। এমনই বললেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। কুণাল (Kunal Ghosh) বলেন, দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে, তাঁরা শুধু চান, রাজভবনের সামনে দিলীপ ঘোষকে 'নীলডাউন' করিয়ে রাখুন রাজ্যপাল।

 

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এমনই অভিযোগ করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে। এমনকী, বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দলও রাজভবনে যায় এবং রাজ্যপাল জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করেন। রাজভবনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের হাজিরার পর বিষয়টি নিয়ে কথা বলবেন বলে জানান রাজ্যপাল।

আরও পড়ুন: Kaali Poster Row: 'আমি ভুল নই', 'কালী' বিতর্কে স্পষ্ট জানালেন মহুয়া মৈত্র

ওই ঘটনার পর কয়েক ঘণ্টা কাটতে না কাটতেই এবার দিলীপ ঘোষকে নীলডাউন করিয়ে রাখা হোক বলে দাবি করেন কুণাল ঘোষ।