কলকাতা, ০১ জুন: বিজেপি প্রার্থী তাপস রায় (Tapas Roy) যেখানেই যাচ্ছেন সেখানেই তিনি বিক্ষোভের মুখে পড়ছেন। এদিন সকাল থেকে কাশিপুর, বেলেঘাটা যেখানেই যাচ্ছেন সেখানেই তাঁকে দেখে তৃণমূল কংগ্রেস কর্মীরা গো ব্যাক স্লোগান দিচ্ছেন। এমনকী তাঁর বিরুদ্ধে প্রক্সি ভোটের অভিযোগ তুলছে শাসক দলের নেতাকর্মীরা। যদিও এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছেন তাপস রায়। পাল্টা তাঁর অভিযোগ, বুথ জ্যাম, ভুয়ো ভোট সব তৃণমূলের লোকেরাই করছে।
এদিন প্রথমে কাশিপুরের ৫৭ নম্বর বুথে তিনি ভোট দিতে যান, সেখানে প্রথম বিক্ষোভের সম্মুখীন হন তাপস রায়। তারপর বেলেঘাটার কেন্দ্রে জওহর হিন্দি বিদ্যালয় পরিদর্শনের করার সময়েও গো ব্ল্যাক স্লোগান দেওয়া হয় তাঁকে দেখে। এমনকী তাঁকে ধাক্কাধাক্কি দেওয়া হয় বলে অভিযোগ। যদিও তৃণমূলের পাল্টা অভিযোগ, এখানে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল। তবে বিজেপি প্রার্থী এসে এলাকা উত্তপ্ত করার চেষ্টা করে। এবং বিজেপির কর্মীরা প্রক্সি ভোট দেওয়ার চেষ্টা করছে। তাই তাঁদের বাধা দেওয়া হয়।
#WATCH | West Bengal: TMC supporters raise slogans against BJP candidate from Kolkata North Lok Sabha seat Tapas Roy outside a polling booth in Kolkata. They alleged that the BJP is doing proxy voting here. pic.twitter.com/9sG3Ukwqlj
— ANI (@ANI) June 1, 2024
প্রসঙ্গত, উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রে দুই যুযুধান শিবিরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। একদিকে যেমন তৃণমূল প্রার্থী বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ভোটে লড়ছেন অন্যদিকে তাঁর বিপরীতে দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী তাপস রায়। ফলে এই কেন্দ্র ঘিরে আলাদাভাবে সকলের নজর রয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।