কলকাতা: ১০০ দিনের কাজের বকেয়া টাকা-সহ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একাধিক বঞ্চনার অভিযোগ তুলে দিল্লিতে ২ ও ৩ অক্টোবর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ওই সমাবেশে পশ্চিমবঙ্গ থেকে দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল তৃণমূলের তরফে। শনিবার সেই ট্রেন ছাড়ার কথা ছিল হাওড়া থেকে। কিন্তু, শুক্রবার রেলের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয় রেকের সমস্যার জন্য ওই ট্রেনটি বাতিল করা হচ্ছে। এর ফলে বিপদে পড়ে গেছেন রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই কলকাতায় চলে আসা তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থকরা।
শুক্রবার বিকেলে এই বিষয়ে বিজেপিকে তীব্র আক্রমণ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ (TMC State General Secretary Kunal Ghosh ) বলেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ২ ও ৩ অক্টোবর একটি অনুষ্ঠান করার কথা ঘোষণা করেছিল। বিভিন্ন প্রকল্পে বকেয়া থাকা দেড় লক্ষ কোটি টাকা না দিয়ে আমাদের বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। তাই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) দিল্লিতে অনুষ্ঠান করার কথা ঘোষণা করেছিলেন। তাই আমরা দিল্লিতে যাচ্ছিলাম। কিন্তু, আমাদের প্রচুর জনসমাগমের জন্য রামলীলা ময়দান (Ramleela Maidan) চাওয়া হলে ওরা দিতে অস্বীকার করে। আমরা আমাদের সাংসদ, বিধায়ক, নেতা ও ১০০ দিনের কাজে (MNREGA) অংশ নেওয়া কিছু সত্যিকারের শ্রমিককে দিল্লি (Delhi) নিয়ে যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের (special train) আবেদন করেছিলাম। তাঁরা আগামী দিল্লির উদ্দেশে রওনা দিতেন। কিন্তু, একদম শেষ মুহূর্তে রেলওয়ে আমাদের জানাচ্ছে বিশেষ ট্রেন সম্ভব নয়। এটা আমাদের অনুষ্ঠানকে নষ্ট করার চক্রান্ত। ওরা আমাদের প্রতিবাদকে ওরা ভয় পাচ্ছে। আমরা এই ধরনের ষড়যন্ত্রের তীব্র নিন্দা করছি। আমাদের শীর্ষ নেতারা পরিস্থিতির দিকে নজর রাখছেন এবং আমরা আমাদের পরবর্তী পদক্ষেপের কথা তাড়াতাড়িই ঘোষণা করব। আরও পড়ুন: Agnimitra Paul on Abhishek Banerjee: 'বন্দ্যোপাধ্যায় পরিবার নাটকের কোম্পানি', অভিষেকের ইডি প্রত্যাখ্যান ঘিরে আক্রমণ অগ্নিমিত্রার
দেখুন ভিডিয়ো:
#WATCH | Kolkata: TMC State General Secretary Kunal Ghosh says, "All India Trinamool Congress has a program on October 2 and 3. We have been deprived by the central government because they are not releasing our funds of over Rs. 1.5 lakh crores in different schemes. So, Mamata… pic.twitter.com/JGVfCTNKud
— ANI (@ANI) September 29, 2023